গত রোববার ব্রিজওয়াটারের ডিউক আইল্যান্ড পার্কেএক আনন্দঘন পরিবেশে বনভোজন আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশনঅব নিউজার্সি (BANJ)। প্রবাস জীবনেরব্যস্ততা ভুলে এক টুকরোবাংলাদেশকে উপভোগ করতে নিউজার্সির বিভিন্নপ্রান্ত থেকে ছুটে আসেনবিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।
BANJ-এরপ্রেসিডেন্ট ফয়জুর রহমান সাবু, গোলাম ফারুক ভুইয়া, মীর চৌধুরী এবংড. ফারুক আজমসহ আরও অনেক বিশিষ্টব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের আন্তরিক আতিথেয়তা এবং আড্ডায় পুরোবিকেলটি যেন এক পারিবারিকউৎসবে পরিণত হয়। সুস্বাদু বাঙালিখাবার এবং পারস্পরিক কুশলবিনিময়ে মেতে ওঠেন সবাই।
এই বনভোজন শুধু একটি বিনোদনমূলকআয়োজন ছিল না, এটিছিল প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মেরকাছে দেশের সংস্কৃতি তুলে ধরার এবংপ্রবাসীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করারএকটি প্ল্যাটফর্ম। ছবিগুলোতে সেই সুন্দর বিকেলেরস্মৃতি ফুটে উঠেছে, যাদেখে মনে হচ্ছিল এটিনিউজার্সি নয়, যেন বাংলাদেশেরইকোনো সবুজ প্রান্তরে আয়োজিতমিলনমেলা।
আপনার বিজ্ঞাপন এখানে