70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

এবার ডিজিএফআই বিলুপ্ত করুন

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ১৪ অক্টো ২০২৫ | নিউজটি দেখেছেন: ৩৮
এবার ডিজিএফআই বিলুপ্ত করুন

এবার ডিজিএফআই বিলুপ্ত করুন

সেলিম রেজা নিউটন

রাজশাহী । বাংলাদেশ

যে-প্রতিষ্ঠানের পাঁচ-পাঁচ জন মহা-জেনারেল মহাপরিচালককে গুমের মামলার গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ছিঁচকে চোরের মতো পালিয়ে বেড়াতে হয়, সেই প্রতিষ্ঠান গোটাই যে গুম-খুন-নির্যাতনের একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেটা বোঝা কি খুব কঠিন? এই প্রতিষ্ঠানই হাসিনাকে ফেরাউন হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।

হাসিনাৎসির পতন ঘটবে, আর এই প্রতিষ্ঠানের পতন ঘটবে না?

ডিজিএফআই নিয়ে একটা আলাদা কমিশন গঠন করে গোটা প্রতিষ্ঠানটার যাবতীয় কর্মকাণ্ডের তদন্ত এবং বিচার হওয়া দরকার। তার আগে দরকার বিলুপ্তি। আর, RAB তো আন্তর্জাতিকভাবে কুখ্যাত হয়ে ওঠা একটা জল্লাদবাহিনী। ডিবি সম্পর্কেও একই কথা।

এরা আয়নাঘর বানিয়েছে, গুম-খুন-ক্রসফায়ার চালিয়ে গেছে বছরের পর বছর ধরে। গোটা বাংলাদেশের কোটি কোটি মানুষকে অকল্পনীয় আতঙ্কের বায়ুশূন্যতায় শ্বাসরুদ্ধ করে রেখেছে। জুলাই বিপ্লবের পরে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য রাষ্ট্রীয় সংস্থা ও সাংবাদিকদেরকে আয়নাঘর পরিদর্শনে বাধা দেওয়ার চেষ্টা করেছে, না পেরে আয়নাঘরের আলামত বিকৃত ও বিনষ্ট করেছে।

জুলাইবিপ্লবের প্রাণের কথা হলো, সংস্কার এবং বিচার— তারপর নির্বাচন। যত জলদি হয় ততই মঙ্গল।