77°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

বিপুল হাজং এর কবিতা

Online Desk, Boston Bangla

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ৩১
বিপুল হাজং এর কবিতা

অবাক সুসং 

উঠেছে সালজং 
জলে 
নেমেছে হাজং 
রমণীর জাখামারা সমস্বরে সুসং
লালকালো ডোরাকাটা 
রঙের বসন
ক্ষয়িষ্ণু ভীরুতা তার 
উচাটন মন
যেন তারা মন কাড়া 
তকলের বন। 

আহা দ্যাখ, 
সোমেশ্বরী গাঙের স্বচ্ছ জল 
অবিরাম খেলে যায় লাছুয়ার দল
সাদা পাহাড় বিজয়ের উকি দেয় মনোরম 
স্নিগ্ধ সলাজ হাজং 
সাবালিকার ছল 
অধরে মত্ততা তার কথা চঞ্চল।

ওহে বন্ধু, 
ঐ শোন দামা 
দামামা বাজে 
নাচে মান্দি যুবক তালে 
দোলমাল রে-রে সুরে 
সত্য সুন্দর জীবনের গান
প্রেমে অনুরাগে 
অথই ঝঙ্কারে ফোঁটে
বনফুল জলফুল 
পাহাড়ের টান।

ওগো প্রেমিক, 
দ্যাখো শিমুলের বন
বসন্ত বাতাসে গায় বারোমাসী গান
বিরহের সুর জাগে মনের ভেতর 
গহীণ ভীষন 
হাজং বালিকার মন
টলমল ছলছল প্রেমের ভূবন।

ওহে সুহৃদ,
দ্যাখো সবুজের দোলা
হেলেদুলে মিলেমিশে নিতাই-ভোগাই চলে
জ্বেলে দ্বীপ বনঝিরি জোনাকীর আলো
চারিদিকে সংকীর্তন 
অবাক চরমাগন
সুসং’র মায়া সে যে 
সাধনার ধন ।