77°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

ড. মুহাম্মদ ইউনূসের আহ্বান: দেশের পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয় ভূমিকা জরুরি

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২৮ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২৯
ড. মুহাম্মদ ইউনূসের আহ্বান: দেশের পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয় ভূমিকা জরুরি

দেশের পুনর্গঠন ও জাতীয় অগ্রগতির ধারায় প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ শুধু ভৌগোলিকভাবে নয়, প্রবাসীদেরও সমানভাবে ধারণ করে এগিয়ে যাবে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর যে নতুন পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে, তা বাস্তবায়নে প্রবাসীদের অবদান অপরিহার্য।

নিউইয়র্কে স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত “এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি” শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সেখানে উপস্থিত ছিলেন তার সফরসঙ্গী রাজনৈতিক নেতারাও।

প্রধান উপদেষ্টা বলেন, “এখন আর গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখার সময় নেই। খেলার মাঠে নেমে আমাদের সবার অংশ নিতে হবে। দেশ গঠনে প্রত্যেকে সক্রিয় ভূমিকা রাখবেন।”

জাতিসংঘ সফরে রাজনৈতিক নেতাদের যোগদানের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করে তিনি কৃতজ্ঞতা জানান। তার ভাষায়, “তাদের অংশগ্রহণ আমাদের আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করেছে।”

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একটি প্রেজেন্টেশন দেন। সেখানে তিনি গত ১৫ মাসে অর্থনীতির অগ্রগতির চিত্র তুলে ধরেন এবং জানান, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি এসেছে। তিনি আরও বলেন, সরকারের নীতি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। পাশাপাশি, তিনি আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণের পদ্ধতি তুলে ধরেন।

এ আয়োজনে “ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াস্পোরা এনগেজমেন্ট” শীর্ষক একটি প্যানেল আলোচনা হয়, যা সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। আলোচনায় অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ আরও দুজন।

এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বক্তব্য দেন। তারা অভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

“শেপিং টুমোরো: দ্য ফিউচার অব বাংলাদেশ” শীর্ষক আরেকটি সেশনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এখানে অংশ নেন এনসিপি নেতা তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির এবং জামায়াত নেতা নাকিবুর রহমান।

অনুষ্ঠানে প্রবাসীদের জন্য তৈরি “শুভেচ্ছা” নামের একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। অ্যাপটির মাধ্যমে প্রবাসীরা প্রয়োজনীয় তথ্য, সরকারি সেবা এবং বিনিয়োগের সুযোগ সহজেই পেতে পারবেন।