77°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

বিশিষ্ট মুক্তিযোদ্ধা দিনু বিল্লাহকে শেষ শ্রদ্ধা

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০২ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২৫
বিশিষ্ট মুক্তিযোদ্ধা দিনু বিল্লাহকে শেষ শ্রদ্ধা

 বিশিষ্ট মুক্তিযোদ্ধা দিনু বিল্লাহকে শেষ শ্রদ্ধা 

প্রবাসে আমাদের গর্ব, মুক্তিযোদ্ধা, সংগীতশিল্পী, লেখক ও সাংস্কৃতিক কর্মী দিনু বিল্লাহ আর নেই।
গত মঙ্গলবার, ২৬শে আগস্ট, কানাডার অন্টারিও প্রদেশের Niagara General Hospital-এ প্রবাসী বাঙালি সমাজ তাঁকে শেষবারের মতো বিদায় জানায়।

 তাঁর শেষ ইচ্ছা ছিল মানবকল্যাণে শরীর দান করা।
ট্রিলিয়াম গিফট ফান্ড জানিয়েছে—

  • তাঁর ফুসফুস, যকৃত ও দুটি বৃক্ক ইতিমধ্যেই চারজন গুরুতর অসুস্থ রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে।
  • তাঁর টিস্যু থেকে আরও ৭৫ জন রোগী চিকিৎসা সুবিধা পাচ্ছেন।

 অর্থাৎ মোট ৭৯ জন মানুষ নতুন জীবন ও স্বাস্থ্য ফিরে পাচ্ছেন দিনু বিল্লাহর অঙ্গদান থেকে।

তাঁর সংগ্রামী জীবন, দেশপ্রেম এবং সংস্কৃতির প্রতি নিবেদন আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্ম।
আজ আমরা শোকাহত, তবে একই সঙ্গে গর্বিতও—কারণ তিনি জীবনের শেষ মুহূর্তেও মানুষের জন্য রেখে গেছেন মহৎ দৃষ্টান্ত।

 বিদায় দিনু বিল্লাহ। আপনার আলো বেঁচে থাকবে আমাদের হৃদয়ে।