বেইনে কতৃক অফিসিয়াল স্টেটমেন্ট এবং কৃতজ্ঞতা প্রকাশ ।
কমিউনিটির সম্মানিত সদস্যবৃন্দ,
আসসালামু আলাইকুম ।
গঠনতন্ত্র মোতাবেক বেইন ১০০% নন-প্রফিট এবং অরাজনৈতিক কমিউনিটির সংগঠন । আমরা বেইনের গঠনতন্ত্র সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ ।
গত আগস্ট ৬, ২০২৫ইং বেইন অফিসিয়াল ইমেইলের মাধ্যমে কনসুলেট জেনারেল অব নিউইয়র্ক এ বোষ্টনে ২(দুই) দিনের জন্য কনসুলেট সার্ভিস আয়োজনের অনুমতি এবং আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। যেই ইমেলটিতে বেইনের ব্যানারে ১০/১১/২৫ইং, শনিবার এবং ১০/১২/২৫ইং, রবিবার নিবাফের ব্যানারে আয়োজনের অনুরোধ জানানো হয়েছিল।
আকর্ষিতভাবে, ১০/০৯/২৫ইং, বৃহস্পতিবার আনুমানিক বেলা ৩টায় কনসুলেট জেনারেল অব নিউইয়র্ক অফিস থেকে আমাদের সম্মানিত সভাপতি জনাব মাহাবুব-ই-খোদা (খোকা) কে কল করে অফিসিয়ালী জানানো হয় যে, বেইনসহ বোষ্টনে ২ দিনের মোবাইল পাসপোর্ট সার্ভিস ইভেন্ট অনিবার্য কারণ বশত বাতিল করা হয়েছে। তবে সুনির্দিষ্ট কোন কারন ব্যাখ্যা করা হয়নি।
পরবর্তীতে, বেইনের সম্মানিত সভাপতির জোড়ালো অনুরোধ এবং পদক্ষেপে ১০/১০/২৫ইং বিকেল ৫টায় কনসুলেট জেনারেল অব নিউইয়র্ক অফিস পুনরায় কল করে বেইনের প্রোগ্রাম বহাল রাখার কথা জানায় এবং ১০/১২/২৫ইং, রবিবারও বেইনের ব্যানারে আয়োজন করার ব্যবস্থা গ্রহনের অফিসিয়াল নির্দেশনা প্রদান করে। এছাড়াও বেইনের প্রোগ্রাম বহাল এবং নতুন নির্দেশনার বিষয়টি তাৎক্ষণিকভাবে আমাদের বেইনের সম্মানিত সভাপতি নিবাফের সম্মানিত চেয়ারম্যান মিসেস নাহিদ সিতারা আপাকে অবগত করেছিলেন।
সরকারি নির্দেশনা মোতাবেক, স্বল্প সময়ের নোটিশে বর্তমান কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, কমিউনিটির সুবিধার্থে অক্টোবর ১১, ২০২৫ইং শনিবার, আইসিসিএম, মেডফোর্ড এবং অক্টোবর ১২, ২০২৫ইং রবিবার, আইএসএনএস, লিন কমিউনিটি হল রুমে সার্ভিস প্রদানের ব্যবস্থা করে।
আইসিসিএম এবং আইএসএনএস এর সম্মানিত কতৃপক্ষ আন্তরিকভাবে বেইনের অনুরোধে পাসপোর্ট সার্ভিসের সার্বিক বিষয় (হল রুমের ব্যবস্থা এবং অতিথিদের আপ্যায়নসহ) সকল ব্যবস্থা গ্রহন করে।
বেইন আইসিসিএম এবং আইএসএনএস এর সকল সম্মানিত উপদেষ্টা, কর্মকর্তা ও কমিটির সদস্যসহ সেচ্ছাসেবক ভাইদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে।
আমরা মনে করি, বেইন সংগঠনটির মূলস্তম্ভ স্বচ্ছতা, জবাবদিহিতা, শ্রদ্ধা, ভাতৃত্ববোধ এবং সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে কমিউনিটির শ্রদ্ধেয় সকল সদস্যদের সেবা প্রদান করার দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধতা থেকেই, বাংলাদেশীদের দ্বারা পরিচালিত উল্লেখিত সংগঠন দুইটির সহযোগিতায় বেইন পাসপোর্ট ইভেন্ট দুইটির সফল পরিসমাপ্তি করতে সক্ষম হয়।
বিশেষকরে, ধন্যবাদ ও কৃতজ্ঞতা, নিউইয়র্ক থেকে আগত কনসুলেট জেনারেল টিমের সকল সদস্যদের। তাদের আন্তরিক সহযোগিতা এবং সার্ভিস নিউ ইংল্যান্ড বাংলাদেশ কমিউনিটি গভীর কৃতজ্ঞতায় স্বরন রাখবে, ইনশাআল্লাহ ।
বেইন আপনার আমার সকলের প্রিয় সংগঠন। তাই, বেইনের পাশে থেকে ঐক্যবদ্ধ শক্তিশালী সংগঠন বিনির্মানে আপনাদের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করছি।
কৃতজ্ঞতায়,
বেইন কার্যকরী কমিটি ২০২৫-২০২৬ইং
আপনার বিজ্ঞাপন এখানে