70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

আজ উদ্বোধন হচ্ছে প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১৮ নভে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২২
আজ উদ্বোধন হচ্ছে প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার আরও সহজ করতে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’ নামের নতুন প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান তৃতীয় দিনের সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এ তথ্য জানান।

সানাউল্লাহ বলেন, “প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার আরও সহজলভ্য করতে আমরা আউট অফ কান্ট্রি ভোটিং অ্যাপ উদ্বোধন করতে যাচ্ছি। অ্যাপটি ব্যবহার করে বিদেশে বসেই ভোট দেওয়ার জন্য আগ্রহী নাগরিকেরা নিবন্ধন করতে পারবেন।”

তিনি আরও জানান, প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে বিশ্বব্যাপী সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মঙ্গলবার সন্ধ্যায় অ্যাপটির উদ্বোধন করা হবে।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১ কোটি ৪০ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন—যা সমগ্র জনসংখ্যার প্রায় ৭–৮ শতাংশ। নির্বাচন কমিশনের ধারণা, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে প্রবাসী ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হবে।

এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান, যেন তারা প্রবাসী সমর্থকদের নিবন্ধনে উৎসাহিত করেন। এতে বিদেশে থাকা নাগরিকদের ভোটের অংশগ্রহণ আরও বাড়বে।

এদিকে ইসি সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, আজ সন্ধ্যা ৬টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করবেন। এই অ্যাপের মাধ্যমে প্রথমবারের মতো প্রবাসীরা ডিজিটাল প্রক্রিয়ায় ভোটার নিবন্ধনের সুযোগ পাবেন।