54°F বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

আজ থেকে ৭ দেশে আবার শুরু প্রবাসী ভোটার নিবন্ধন: পোস্টাল ভোট BD অ্যাপে ঠিকানা ত্রুটির সমাধান

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২৯ নভে ২০২৫ | নিউজটি দেখেছেন: ৪২
আজ থেকে ৭ দেশে আবার শুরু প্রবাসী ভোটার নিবন্ধন: পোস্টাল ভোট BD অ্যাপে ঠিকানা ত্রুটির সমাধান

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে। ঠিকানা সংক্রান্ত ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে সৌদি আরবসহ সাতটি দেশের নিবন্ধন কার্যক্রম বন্ধ ছিল কয়েকদিন। সেই বিরতি কাটিয়ে শনিবার (২৯ নভেম্বর) ভোর ৬টা থেকে পুনরায় নিবন্ধন চালুর ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক শুক্রবার রাতে গণমাধ্যমকে জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত এবং মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে আবারও অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন।

তিনি বলেন, পোস্টাল ব্যালট বিদেশে পাঠাতে হলে অবশ্যই সঠিক ঠিকানা দিতে হবে। অনেক প্রবাসী অসম্পূর্ণ বা ভুল তথ্য দিচ্ছেন, যার ফলে ব্যালট পৌঁছানোর ঝুঁকি তৈরি হচ্ছিল। প্রয়োজনে নিকটস্থ পরিচিত প্রতিষ্ঠান, আত্মীয়-স্বজন বা বন্ধুর ঠিকানাও ব্যবহার করা যেতে পারে—এমন নির্দেশনাও দিয়েছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ওসিভি ও এসডিআই প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান জানান, সাত দেশে একই সমস্যা দেখা যাওয়ায় সাময়িকভাবে নিবন্ধন বন্ধ রাখা হয়েছিল।
তাদের ভাষ্য—ঠিকানা অবশ্যই ইংরেজিতে ও সম্পূর্ণ পোস্ট কোডসহ দিতে হবে। বাধ্যতামূলক ঘরগুলোতে ভুল তথ্য দেওয়ায় সিস্টেম ব্যালট পেপার প্রক্রিয়াজাত করতে পারছিল না। তাই দূতাবাস ও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের সঠিকভাবে তথ্য পূরণের নির্দেশনা দেওয়া হচ্ছে।

ইসির প্রত্যাশা, নতুন নির্দেশনা অনুযায়ী তথ্য দিলে এবার প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর হবে।