77°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

আইওএম ও কানাডা হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশে সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৮ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২১
আইওএম ও কানাডা হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশে সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা: আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং বাংলাদেশে অবস্থিতকানাডা হাইকমিশন একটি উচ্চপর্যায়ের কর্মশালারআয়োজন করেছে। এই কর্মশালায় বাংলাদেশেরসীমান্ত ব্যবস্থাপনা (Immigration and Border Management - IBM) বিষয়কএকটি গুরুত্বপূর্ণ মূল্যায়ন প্রতিবেদনের ফলাফল নিয়ে আলোচনা করাহয়। এতে বিভিন্ন মন্ত্রণালয়েরউচ্চপদস্থ কর্মকর্তা, কূটনৈতিক সম্প্রদায়ের সদস্য, উন্নয়ন অংশীদার এবং বাংলাদেশ পুলিশেরস্পেশাল ব্রাঞ্চের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায়প্রধান উপদেষ্টা কার্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুফেয় সিদ্দিকীপ্রধান অতিথি হিসেবে অংশ নেন। তিনিক্রমবর্ধমান বৈশ্বিক গতিশীলতার প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করতে সংস্কারমুখী ওসমন্বিত পদ্ধতির ওপর জোর দেন।

নির্বাচিতসীমান্ত নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে পরিচালিত এই মূল্যায়ন প্রতিবেদনটিকৌশলগত পরিকল্পনা, আন্তঃসংস্থা সহযোগিতা এবং আধুনিক ব্যবস্থাগড়ে তোলার জন্য একটি শক্তিশালীভিত্তি হিসেবে কাজ করবে। এরমাধ্যমে এমন একটি ব্যবস্থাপনাকাঠামো তৈরি হবে যাশুধু নিরাপদ ও কার্যকরীই নয়, বরং ভবিষ্যতে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায়ও সক্ষম হবে।

আইওএমবাংলাদেশ জানায়, এই উদ্যোগের মাধ্যমেএকটি আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা কাঠামো তৈরি হবে, যাজাতীয় নিরাপত্তা জোরদার করবে, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসনকেসহজ করবে এবং আঞ্চলিকও বৈশ্বিক গতিশীলতা সমাধানে অবদান রাখবে। এই কর্মশালাটি কানাডিয়ানইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ (IRCC) এবং বাংলাদেশ পুলিশেরস্পেশাল ব্রাঞ্চের গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের ফসল।