70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

যুক্তরাষ্ট্রের বিদেশনীতি বদলের বার্তা: “রিজিম চেঞ্জের যুগ শেষ” — টুলসি গ্যাবার্ড

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০২ নভে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২৮
যুক্তরাষ্ট্রের বিদেশনীতি বদলের বার্তা: “রিজিম চেঞ্জের যুগ শেষ” — টুলসি গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক টুলসি গ্যাবার্ড ঘোষণা করেছেন, আমেরিকার পুরনো “রিজিম চেঞ্জ” নীতি — অর্থাৎ অন্য দেশের সরকার বদলানোর কৌশল — এখন অতীতের বিষয়।

বাহরাইনে অনুষ্ঠিত Manama Dialogue 2025-এ গ্যাবার্ড বলেন, “আমরা আর কোনো দেশকে শাসন পরিবর্তনে বাধ্য করার চেষ্টা করব না; বরং অংশীদারিত্ব ও স্থিতিশীলতা-ভিত্তিক নীতি অনুসরণ করব।”

এই বক্তব্যকে বিশ্লেষকরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন পররাষ্ট্রনীতির নতুন অধ্যায় হিসেবে দেখছেন। এতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ও এশিয়ায় সরাসরি সামরিক হস্তক্ষেপ কমিয়ে, অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্ব বাড়াতে চায়।

গ্যাবার্ড আরও বলেন, “আমরা শক্তির প্রদর্শন নয়, আস্থার সম্পর্ক গড়তে চাই।”

উৎস: AP News