77°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

যুক্তরাষ্ট্রে পড়াশোনায় নতুন সংকট: ভিসা নীতি ও ভ্রমণ নিষেধাজ্ঞায় দুঃস্বপ্নে শিক্ষার্থীরা

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ১৫ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৬
যুক্তরাষ্ট্রে পড়াশোনায় নতুন সংকট: ভিসা নীতি ও ভ্রমণ নিষেধাজ্ঞায় দুঃস্বপ্নে শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রে পড়াশোনায় নতুন সংকট: ভিসা নীতি ও ভ্রমণ নিষেধাজ্ঞায় দুঃস্বপ্নে শিক্ষার্থীরা

বস্টন বাংলা ডেস্ক

বাংলাদেশের তরুণদের কাছে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র মানেই উচ্চশিক্ষার সেরা গন্তব্য। উন্নত মান, বিশ্বমানের গবেষণা সুবিধা আর আন্তর্জাতিক স্বীকৃতির কারণে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী পাড়ি জমাচ্ছেন আমেরিকায়। কিন্তু সাম্প্রতিক সময়ে কঠোর ভিসা নীতি ও ভ্রমণ নিষেধাজ্ঞা সেই স্বপ্নকে পরিণত করেছে হতাশায়।

ভিসা প্রক্রিয়ায় হোঁচট

ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বিগত কয়েক বছরে ক্রমেই বেড়েছে। ২০২৪ সালে এই সংখ্যা রেকর্ড ছাড়িয়ে যায়। অথচ নতুন নিয়মে অনেকের ভর্তি নিশ্চিত হলেও ভিসা সাক্ষাৎকার বাতিল বা দীর্ঘসূত্রতায় পড়তে হচ্ছে। কেউ কেউ অপেক্ষা করছেন পরবর্তী সেশনের জন্য, আবার অনেকে পড়াশোনা পিছিয়ে দিতে বাধ্য হচ্ছেন।

শিক্ষার্থীদের উদ্বেগ

ভিসা বাতিল কিংবা status termination-এর খবর শিক্ষার্থীদের আরও আতঙ্কিত করেছে। যুক্তরাষ্ট্রে যারা ইতিমধ্যে পড়ছেন, তাঁদেরও মনে শঙ্কা—দেশে গেলে হয়তো আর ফিরে আসা সম্ভব নাও হতে পারে। ফলে ছুটিতেও দেশে ফেরার সাহস পাচ্ছেন না অনেকে।

বিশ্ববিদ্যালয়ের অবস্থান

যুক্তরাষ্ট্রের নামী বিশ্ববিদ্যালয়গুলোও এই নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হার্ভার্ড পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়ে জানিয়েছে, এ ধরনের সিদ্ধান্ত উচ্চশিক্ষার আন্তর্জাতিক চরিত্রের পরিপন্থী। যদিও আদালত সাময়িক স্থগিতাদেশ দিয়েছে, শিক্ষার্থীদের দুশ্চিন্তা তাতে কমেনি।

বিকল্পের পথে শিক্ষার্থীরা

অন্যদিকে অনিশ্চয়তার কারণে অনেকেই বিকল্প খুঁজছেন—কানাডা, ইউরোপ কিংবা অস্ট্রেলিয়ার মতো গন্তব্যে ভর্তি হওয়ার প্রবণতা বাড়ছে।

বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে যুক্তরাষ্ট্র এতদিন ছিল সম্ভাবনার উজ্জ্বল দরজা। কিন্তু নতুন নীতির কারণে সেই দরজাই আজ তালাবদ্ধ হয়ে পড়েছে। প্রশ্ন রয়ে গেছে—শিক্ষার ভবিষ্যৎ কি তবে রাজনৈতিক সিদ্ধান্তের বলি হবে?