যুক্তরাষ্ট্রের সরকারের চলমান শাটডাউন এখন ৩৩ দিনে পা দিয়েছে, যা দেশটির ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম। এই অচলাবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্নআয়ের জনগোষ্ঠী—প্রায় ৪২ মিলিয়ন আমেরিকান এখন “SNAP” (Supplemental Nutrition Assistance Program) বা খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে আছেন।
হাউস স্পিকার মাইক জনসন এক বিবৃতিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “সরকার পুনরায় চালু করতে মরিয়া”, তবে প্রশাসনের ভেতরে এখনো রাজনৈতিক অচলাবস্থা বজায় আছে। ট্রাম্প দাবি করছেন, বাজেট পাসের আগে তিনি চাপের কাছে নতি স্বীকার করবেন না।
অন্যদিকে, ফেডারেল কোর্ট শুক্রবার নির্দেশ দিয়েছিল প্রশাসনকে যেন ৫ বিলিয়ন ডলারের জরুরি তহবিল ব্যবহার করে SNAP সুবিধা চালু রাখে। কিন্তু শনিবার থেকে ওই তহবিলও কার্যত স্থগিত হয়ে যায়, ফলে বহু পরিবার সপ্তাহান্তে খাদ্য ঘাটতির মুখে পড়ে।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের পক্ষ থেকে একই সময়ে ৩০০ মিলিয়ন ডলারের নতুন মার-আ-লাগো বলরুম নির্মাণ ও পার্টি আয়োজন সামাজিকভাবে তীব্র সমালোচনা তৈরি করেছে। সরকারের প্রতিটি বিভাগ কার্যত থমকে থাকলেও বিলাসবহুল এই আয়োজনকে অনেকে “রাজনৈতিক অসংবেদনশীলতা” হিসেবে দেখছেন।
অর্থনীতিবিদদের মতে, দীর্ঘ শাটডাউন অব্যাহত থাকলে ফেডারেল সেবা, সামাজিক সহায়তা এবং ক্ষুদ্র ব্যবসায় বড় সংকট দেখা দেবে, যা ২০২৫ সালের শেষ প্রান্তিকে মন্দার ইঙ্গিত দিতে পারে।
উৎস: The Guardian
আপনার বিজ্ঞাপন এখানে