যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমান কিনতে বড় ধরনের সামরিক চুক্তিতে যাচ্ছে ইসরায়েল। প্রায় ৮ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তির আওতায় ইসরায়েল বিমান বাহিনীর জন্য ২৫টি নতুন যুদ্ধবিমান সরবরাহ করবে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ও ইসরায়েলের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, এফ-১৫ আইএ মডেলের যুদ্ধবিমানগুলোর নকশা, প্রযুক্তি সংযোজন, যন্ত্রপাতি স্থাপন, পরীক্ষা, উৎপাদন ও চূড়ান্ত সরবরাহ—সবকিছুই অন্তর্ভুক্ত থাকবে।
বিমানগুলো যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে নির্মাণ করা হবে। চুক্তির শর্ত অনুযায়ী, ২০৩৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে এসব যুদ্ধবিমান ইসরায়েলের হাতে তুলে দেওয়া হবে।
এই চুক্তির ঘোষণা আসে ফ্লোরিডায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বৈঠকের পর। সফরের অংশ হিসেবে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ-এর সঙ্গেও একটি রুদ্ধদ্বার বৈঠক করেন।
উল্লেখ্য, গাজায় সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসনের অধীনে ইসরায়েলকে কমপক্ষে ২১.৭ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়া হয়েছে। এই সহায়তার মধ্যে রয়েছে অস্ত্র সরবরাহ, বিশেষ বার্ষিক সুবিধা, অতিরিক্ত যুদ্ধকালীন তহবিল এবং কংগ্রেসের সীমিত নজরদারির সুযোগ।
আপনার বিজ্ঞাপন এখানে