79°F বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছে এবং ভবন ধসের ঘটনায় অন্তত ২৯ জন আহত হয়েছেন।

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ৩
তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছে এবং ভবন ধসের ঘটনায় অন্তত ২৯ জন আহত হয়েছেন।

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বালিকেসির প্রদেশের সিনদিরজি শহরে রোববার সকালে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত একজন নিহত হন এবং ২৯ জন আহত হন। ভূমিকম্পটি রাজধানী ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়। ধসে পড়েছে অন্তত ১৬টি ভবন, যেগুলোর বেশিরভাগই পুরনো ও পরিত্যক্ত ছিল। এছাড়া দুটি মসজিদের মিনারও ধসে গেছে। ভূমিকম্পের পর ৪.৬ মাত্রার আফটারশকসহ একাধিক কম্পন অনুভূত হয়।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে চারজনকে জীবিত উদ্ধার করে। নিহত বৃদ্ধা নারীকে ধ্বংসস্তূপ থেকে বের করার পরপরই মৃত্যু হয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশবাসীর নিরাপত্তার জন্য প্রার্থনা করেন। ভূমিকম্পপ্রবণ এলাকায় বসবাসের কারণে তুরস্কে এমন দুর্যোগের ঝুঁকি সবসময়ই বিরাজমান।