79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

‘শুল্ক ছাড়াই’ বাণিজ্যের প্রস্তাব দিয়েছে ভারত: ডোনাল্ড ট্রাম্প

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৪ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৯
‘শুল্ক ছাড়াই’ বাণিজ্যের প্রস্তাব দিয়েছে ভারত: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর ভারত এখনতাদের সঙ্গে ‘কোনো শুল্ক ছাড়াই’ বাণিজ্য করার প্রস্তাব দিয়েছে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) একটিরেডিও শোতে দেওয়া সাক্ষাৎকারেট্রাম্প এই মন্তব্য করেন।তিনি বলেন, ভারত, চীন এবং ব্রাজিলেরমতো দেশগুলো উচ্চ শুল্ক আরোপকরে যুক্তরাষ্ট্রের ক্ষতি করছে।

ট্রাম্প নিজেকে শুল্ক বিষয়ে ‘পৃথিবীর যেকোনো মানুষের চেয়ে ভালো জ্ঞানী’ দাবি করে বলেন, যুক্তরাষ্ট্রের কর আরোপের পরেইনয়াদিল্লি শুল্ক কমানোর এই উদ্যোগ নিয়েছে।তিনি ভারতকে ‘সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশ’ হিসেবে উল্লেখ করে বলেন, “আমরাযদি শুল্ক আরোপ না করতাম, তবে তারা কখনোই এইপ্রস্তাব দিত না। সুতরাং, শুল্ক থাকতে হবে। আমরা অর্থনৈতিকভাবেশক্তিশালী হতে যাচ্ছি।”

এর আগে সোমবারওট্রাম্প দুই দেশের বাণিজ্যিকসম্পর্ককে ‘সম্পূর্ণ একপেশে’ এবং ‘একপেশে বিপর্যয়’ বলে আখ্যায়িত করেছিলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বর্তমানে ভারতের ওপর ৫০ শতাংশপর্যন্ত শুল্ক আরোপ করেছে, যাবিশ্বের সর্বোচ্চ শুল্কের মধ্যে অন্যতম। এর প্রতিক্রিয়ায় ভারতএই শুল্ককে ‘অযৌক্তিক এবং অনুচিত’ আখ্যা দিয়েছে এবং নিজেদের অর্থনৈতিকনিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।