রোকন পাঠান
বস্টন বাংলা, ১৯ অক্টোবর ২০২৫
ম্যাসাচুসেটসের রাজনীতিতে নতুন আলোড়ন—কংগ্রেসম্যান সেথ মল্টন ঘোষণা দিয়েছেন, তিনি ২০২৬ সালের সেনেট নির্বাচনে প্রার্থী হচ্ছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বর্তমান ডেমোক্র্যাট সেনেটর এড মার্কি।
মল্টন বর্তমানে রাজ্যের ষষ্ঠ কংগ্রেসনাল জেলার প্রতিনিধি। ইরাক যুদ্ধের অভিজ্ঞ এই মেরিন কর্পস ভেটেরান ২০১৪ সালে প্রথমবার কংগ্রেসে নির্বাচিত হন এবং নিজেকে “বাস্তববাদী প্রগতিশীল” রাজনীতিক হিসেবে উপস্থাপন করেন।
রাজনৈতিক তাৎপর্য
এই প্রতিদ্বন্দ্বিতা রাজ্যের ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরীণ ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। এড মার্কি তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়—বিশেষ করে Green New Deal উদ্যোগে তাঁর নেতৃত্বের কারণে। অন্যদিকে, মল্টন নিজেকে নতুন প্রজন্মের “কার্যকর পরিবর্তনের মুখ” হিসেবে তুলে ধরছেন।
প্রেক্ষাপট ও প্রতিক্রিয়া
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই লড়াই ধারণা বনাম দক্ষতা—একদিকে অভিজ্ঞ মার্কি, অন্যদিকে তরুণ নেতৃত্বের প্রতিশ্রুতি মল্টন। বেশ কয়েকজন প্রভাবশালী ডেমোক্র্যাট এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে সমর্থন করেননি।
মল্টনের প্রচারণা দলে তরুণ সংগঠক ও সামরিক ভেটেরানদের উপস্থিতি ইতিমধ্যেই আলোচনায় এসেছে। আগামী মাসগুলোতে উভয় শিবিরই রাজ্যজুড়ে প্রচারণা শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।
বস্টন বাংলাঃ সম্প্রীতি সমৃদ্ধির যোগসূত্র।
আপনার বিজ্ঞাপন এখানে