79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

সামরিক কুচকাওয়াজে যোগ দিতে ট্রেনে করে চীনে কিম

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০২ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২০
সামরিক কুচকাওয়াজে যোগ দিতে ট্রেনে করে চীনে কিম

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন একটি বিশেষট্রেনে করে চীন সফরেগেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের দিনটি উপলক্ষে বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে যোগ দিতে তিনিএই সফর করছেন। উত্তরকোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে এই খবর জানাগেছে।

বিশেষ ট্রেনে কিমের চীন যাত্রা

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র ‘রোডং সিনমুন’ জানিয়েছে, কিম জং-উন গতকালসোমবার পিয়ংইয়ং থেকে যাত্রা শুরুকরেন এবং আজ মঙ্গলবারভোরে চীনের সীমান্ত অতিক্রম করেন। ধারণা করা হচ্ছে, আজসকালেই তিনি বেইজিংয়ে পৌঁছাবেন।প্রকাশিত ছবিতে দেখা যায়, কিমতার সহযোগীদের সঙ্গে একটি গাঢ় সবুজরঙের বিশেষ ট্রেনে দাঁড়িয়ে আছেন এবং হাসিমুখেহাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। এটি তার সেইবুলেটপ্রুফ বিশেষ ট্রেন, যা তিনি পূর্বেরাশিয়া ও চীন সফরেব্যবহার করেছিলেন।

চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক জোরদার

কিমের এই সফরের ঠিকআগেই উত্তর কোরিয়া চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়েরএকটি বক্তব্যকে সমর্থন জানিয়েছে। সি চিন পিংসম্প্রতি একটি ন্যায্য বৈশ্বিকশাসনব্যবস্থা গড়ে তোলার আহ্বানজানান এবং বলেন যেএই লক্ষ্য অর্জনে চীন ও উত্তরকোরিয়ার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী হবে।তার এই মন্তব্যে সমর্থনজানিয়ে উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী দেশটিরপররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মন্তব্য প্রকাশ করেন।

উল্লেখ্য, সি চিন পিংসম্প্রতি একটি সম্মেলনে যুক্তরাষ্ট্রকেচ্যালেঞ্জ জানিয়ে 'গ্লোবাল সাউথ' নামে একটি নতুনবিশ্বব্যবস্থা প্রস্তাব করেছেন, যেখানে নতুন নিরাপত্তা ওঅর্থনৈতিক কাঠামোর কথা বলা হয়েছে।ওই সম্মেলনে রাশিয়া ও ভারতের নেতারাওউপস্থিত ছিলেন।