70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

পুয়ের্তো রিকোতে জুমার নামাজে অংশ নিলেন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৮ নভে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২৮
পুয়ের্তো রিকোতে জুমার নামাজে অংশ নিলেন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে জুমার নামাজ আদায় করেছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। শুক্রবার রাজধানী সান হুয়ান শহরের একটি স্থানীয় মসজিদে মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেন তিনি।

মসজিদে পৌঁছানোর পর স্থানীয় মুসল্লিরা উচ্ছ্বাসের সঙ্গে এই তরুণ মুসলিম নেতাকে স্বাগত জানান। খুতবা শেষে তিনি জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন এবং পরে উপস্থিতদের মধ্যে খাবার বিতরণ করে উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন।

৩৪ বছর বয়সী জোহরান মামদানি মেয়র নির্বাচনে বিজয় অর্জনের মাত্র দুই দিন পরই বার্ষিক এক রাজনৈতিক সম্মেলনে যোগ দিতে পুয়ের্তো রিকো সফরে যান। প্রতি বছর নিউইয়র্কের রাজনীতিক ও নীতিনির্ধারকরা এই সম্মেলনে অংশ নেন এবং বিভিন্ন আলোচনাসভা ও কর্মশালায় যুক্ত থাকেন।

তার এই সফরকে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম "মুসলিম নেতৃত্বের অন্তর্ভুক্তিমূলক বার্তা" হিসেবে উল্লেখ করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রজুড়ে মুসলিম কমিউনিটির প্রতি তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও ধর্মীয় সহনশীলতার প্রতিফলন ঘটেছে এই সফরে।