মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষার ঘোষণার পর এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পারমাণবিক পরীক্ষা পরিচালনার নির্দেশ দিয়েছেন। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এই সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসোভ জানিয়েছেন, আর্কটিক অঞ্চলের নোভায়া জেমলিয়া ঘাঁটিতে খুব স্বল্প নোটিশেই এই পরীক্ষা সম্পন্ন করা সম্ভব।
উল্লেখযোগ্যভাবে, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়া আর কোনো পারমাণবিক বিস্ফোরণ চালায়নি। ২১ শতকে উত্তর কোরিয়া ছাড়া অন্য কোনো দেশ এমন পরীক্ষা চালায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি পারমাণবিক নীতি বৈশ্বিক শান্তির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।
সূত্র: রয়টার্স
আপনার বিজ্ঞাপন এখানে