79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০২ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৫
পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফর এবংসাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরপুতিন ও চীনের প্রেসিডেন্টশি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠককে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। তার মতে, ভারতও যুক্তরাষ্ট্রকে একসঙ্গে থাকতে হবে, রাশিয়ার সঙ্গেনয়।

 

'ক্রেমলিনের লন্ড্রোম্যাট'

নাভারো শুধু মোদির বৈঠকনিয়েই সমালোচনা করেননি, তিনি ভারতের বাণিজ্যনীতি নিয়েও তীব্র আপত্তি তুলেছেন। তিনি ভারতকে 'শুল্কেরমহারাজা' আখ্যা দিয়ে দাবি করেনযে বিশ্বের প্রধান অর্থনৈতিক দেশগুলোর মধ্যে ভারতের শুল্কহার সবচেয়ে বেশি। এছাড়াও তিনি ভারতকে 'ক্রেমলিনেরলন্ড্রোম্যাট' বলে অভিহিত করেছেন।তার অভিযোগ, ভারত সস্তায় রুশতেল কিনে তা প্রক্রিয়াজাতকরে উচ্চ মূল্যে রপ্তানিকরছে, যা বৈশ্বিক স্থিতিশীলতাকেদুর্বল করছে।

 

ভারতের অবস্থান

নাভারোর এমন মন্তব্যের জবাবেভারত তার রুশ তেলকেনার সিদ্ধান্তকে যৌক্তিক বলে ব্যাখ্যা করেছে।ভারতের পক্ষ থেকে জানানোহয়েছে, জ্বালানি খরচ কমানো এবংঅভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার জন্য এই পদক্ষেপঅপরিহার্য। পাশাপাশি, ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপকরা 'শাস্তিমূলক শুল্ক'কে 'অন্যায্য' হিসেবেআখ্যায়িত করা হয়েছে। এটিউল্লেখ্য যে, চীনও রাশিয়ারঅপরিশোধিত তেলের অন্যতম বড় ক্রেতা হলেওশুধুমাত্র ভারতের ওপরই এই ধরনেরশাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়েছে।