79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

পশ্চিম তীরকে যুক্ত করার ইসরায়েলের পরিকল্পনায় আরব আমিরাতের তীব্র হুঁশিয়ারি

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৪ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৫
পশ্চিম তীরকে যুক্ত করার ইসরায়েলের পরিকল্পনায় আরব আমিরাতের তীব্র হুঁশিয়ারি

ইসরায়েল যদি অধিকৃত পশ্চিম তীর নিজেদের ভূখণ্ডের সঙ্গে পুরোপুরি যুক্ত করে, তাহলে তা হবে চূড়ান্ত সীমা লঙ্ঘন। এই কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটি বলছে, এমন পদক্ষেপ ২০২০ সালে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মূল উদ্দেশ্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এই চুক্তির মাধ্যমে ইউএই এবং ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।

আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসেইবেহ বলেছেন, ইসরায়েলের এই পদক্ষেপ ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে পুরোপুরি নষ্ট করে দেবে। তিনি আরও জানান, পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হলে তা হবে ইউএই-এর জন্য একটি "চরম সীমা লঙ্ঘন"। ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) আরব আমিরাতের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে, তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।

প্রসঙ্গত, সম্প্রতি ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের প্রায় চার-পঞ্চমাংশকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব উত্থাপন করেছেন। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে ইসরায়েল পশ্চিম তীরে প্রায় ১৬০টি বসতি স্থাপন করেছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। এই অঞ্চলের প্রায় ৩৩ লাখ ফিলিস্তিনি এবং ৭ লাখ ইহুদি বাস করে। ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেলে এই অঞ্চলকে নিজেদের ভূখণ্ড হিসেবে চায়।

২০২০ সালের আব্রাহাম চুক্তির অন্যতম শর্ত ছিল, ইসরায়েল পশ্চিম তীরের কিছু অংশ নিজেদের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা বাদ দেবে। সেই সময় ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, এই পরিকল্পনা "সাময়িকভাবে স্থগিত" করা হচ্ছে, তবে এটি এখনও আলোচনার টেবিলে রয়েছে।