77°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস: বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই, ভারতের ভুয়া খবরই বেশি

Online Desk, Boston Bangla

প্রকাশ: ৩০ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২৪
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস: বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই, ভারতের ভুয়া খবরই বেশি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের ফাঁকে নিউইয়র্কের সাংবাদিক মেহদি হাসানের সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশে কোনো হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই এবং বর্তমান পরিস্থিতি নিয়ে দায়সারা অভিযোগগুলো ভিত্তিহীন।

সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস ভারতের একটি বিশেষ দিকের দিকে ইঙ্গিত করেছেন। তিনি বলেন, “আজকের ভারতের অন্যতম বৈশিষ্ট্য হলো ভুয়া খবরের বিস্তৃতি।”

২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনার স্থলাভিষিক্ত হিসেবে অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব গ্রহণ করেছিলেন। এই দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপটেও তিনি বলেন, “আমি নিজেই এই সিদ্ধান্তে অবাক হয়েছিলাম। অনিচ্ছা সত্ত্বেও দায়িত্ব গ্রহণ করতে বাধ্য হয়েছিলাম।” সে সময় তিনি আন্দোলনকারীদের উদ্দেশে জানিয়েছিলেন, “আপনারা যদি এত ত্যাগ করতে পারেন, তবে আমি আমার সিদ্ধান্তের পুনর্মূল্যায়ন করব।”

সাক্ষাৎকারে তিনি আরও জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করার প্রেক্ষাপটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরেছেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এই বক্তব্য আন্তর্জাতিক মিডিয়ায় আলোচিত হওয়ায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে অনেকেই নতুন প্রেক্ষাপট থেকে বিষয়গুলো মূল্যায়ন করছেন।