দুই দেশের গর্ব: ঔষধ প্রকৌশলে ইতিহাস গড়লেন বাংলাদেশের নাদিয়া
বিশ্বমঞ্চে আবারও লাল-সবুজের জয়জয়কার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ‘ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং’ বা ঔষধ প্রকৌশলে পিএইচডি (PhD) অর্জন করে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশি মেধাবী নাদিয়া তাসনিম আহমেদ। তাঁর এই অসামান্য অর্জন একইসাথে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জন্য এক অনন্য ইতিহাস।
২০২০ সালে ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি (VCU) যখন প্রথমবারের মতো এই বিশেষায়িত পিএইচডি প্রোগ্রামটি চালু করে, তখন হাতেগোনা কয়েকজন সুযোগপ্রাপ্তদের মধ্যে নাদিয়া ছিলেন অন্যতম। ২০২৪ সালে সাফল্যের সাথে গবেষণা সম্পন্ন করে তিনি এই বিষয়ের প্রথম ডক্টরেট হওয়ার গৌরব অর্জন করেন।
নাদিয়া তাসনিমের এই যাত্রার শুরুটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেখান থেকে ফার্মাসিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে তিনি পাড়ি জমান সুদূর আমেরিকায়। সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটি থেকে ন্যানোটেকনলজিতে দ্বিতীয় মাস্টার্স করার সময় তাঁর মেধার পরিচয় পান অধ্যাপক ড. সান্দ্রো দ্য রচা। তাঁর আমন্ত্রণে সাড়া দিয়েই নাদিয়া যুক্ত হন ঔষধ প্রকৌশলের এই ঐতিহাসিক প্রোগ্রামে। বর্তমানে তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী নিয়ন্ত্রক সংস্থা ইউএস এফডিএ (FDA)-তে ফেলো হিসেবে কর্মরত আছেন।
আপনার বিজ্ঞাপন এখানে