79°F বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

“No Kings” প্রতিবাদ ও বস্টন প্রাইড

Rokon Pathan, Boston Bangla

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ৩৭
“No Kings” প্রতিবাদ ও বস্টন প্রাইড

শনিবারের “Boston Pride for the People” প্যারেডের পাশাপাশি স্থানীয় বিভিন্ন দল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারকে ক্রমাগত স্বৈরতান্ত্রিক হয়ে উঠছে বলে উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে।

সারা দেশে “No Kings” নামের প্রতিবাদ কর্মসূচি ট্রাম্পের জন্মদিন এবং সামরিক প্রদর্শনীর সাথে একযোগে আয়োজিত হয়েছে, যেখানে আয়োজকরা একটি স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

“আমেরিকায় কোনো রাজা নেই—এটি আমাদের প্রতিষ্ঠাতা পিতাদের নেওয়া একটি ঐতিহাসিক সিদ্ধান্ত,” বললেন ম্যাস ৫০৫০১ দলের নেত্রী রেবেকা উইন্টার। তিনি আরও বলেন, “এটি আমেরিকান জনগণের জন্য একটি সুযোগ, তারা যেন আবারো উচ্চকণ্ঠে জানিয়ে দিতে পারে—‘আমেরিকায় কোনো রাজা নেই।’ আমরা কোনো স্বৈরাচারীর দ্বারা শাসিত হতে দেবো না।”