79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

নিউইয়র্কে গিয়েই ডিম হামলার শিকার এনসিপির সদস্যসচিব

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২৩ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২৬
নিউইয়র্কে গিয়েই ডিম হামলার শিকার এনসিপির সদস্যসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সঙ্গে নিউইয়র্কে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন। সেখানে তার ওপর হামলার ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত একটার দিকে যুক্তরাষ্ট্রের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে প্রবাসী আওয়ামী লীগের একাংশ তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে। ওই সময় অশ্লীল ভাষায় গালিগালাজও করা হয়।

পরে পুলিশ ডিম নিক্ষেপের ঘটনায় জড়িত একজনকে আটক করে। সকালে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জ্যাকসন হাইটস এলাকায় অভিযান চালিয়ে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার প্রতিক্রিয়ায় এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা ফেসবুকে লিখেছেন, “এটি ব্যক্তিগত আক্রমণ নয়। আখতার হোসেনকে লক্ষ্য করা হয়েছে শুধুমাত্র তার রাজনৈতিক অবস্থানের কারণে। তিনি এমন একটি দলের প্রতিনিধি, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরন্তর লড়াই করছে।”

হেনস্তার শিকার আখতার হোসেনও ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। তার ভাষায়, “এই প্রজন্ম শেখ হাসিনার গুলিকে ভয় পায়নি, তাহলে ডিমে ভয় পাওয়ার প্রশ্নই আসে না।”