ম্যাসাচুসেটসে তৈরি হচ্ছে উত্তর আমেরিকার সেরা চকলেট ম্যাসাচুসেটসের সাডবুরি শহরে অবস্থিত Goodnow Farms Chocolate সম্প্রতি আন্তর্জাতিক চকলেট অ্যাওয়ার্ডে “Plain/Original Milk Bar” ক্যাটাগরিতে সেরা পুরস্কার পেয়েছে। এই পুরস্কার শুধু একবার নয়—Goodnow Farms এখন পর্যন্ত উত্তর আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক চকলেট অ্যাওয়ার্ড জেতা প্রতিষ্ঠান। প্রায় এক দশক ধরে তারা হাতে তৈরি বিশ্বমানের চকলেট উৎপাদন করছে। রিপোর্ট অনুযায়ী, ম্যাসাচুসেটসের খাবারের বৈচিত্র্য অনেক—সামুদ্রিক খাবার, ইতালিয়ান কুইজিন, ফার্ম-টু-টেবিল রেস্টুরেন্ট—কিন্তু Goodnow Farms প্রমাণ করেছে, চকলেটও এখানকার কুলিনারি গর্বের অংশ হতে পারে।
উৎস: WBSM News
আপনার বিজ্ঞাপন এখানে