79°F বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

ম্যাসাচুসেটস–এ বাড়ি মূল্য বনাম আয় অনুপাত

Rokon Pathan, Boston Bangla

প্রকাশ: ১৭ জুন ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৭
ম্যাসাচুসেটস–এ বাড়ি মূল্য বনাম আয় অনুপাত

সম্প্রতি Boston Globe–এর প্রতিবেদনে দেখা গেছে, রাজ্যে গড় বাড়ির দাম এখন গড় বার্ষিক আয়ের ৬ গুণ, আর Greater Boston–এ প্রায় ৭ গুণে পৌঁছেছে bostonglobe.com
১৯৮০-এর দশকে এই অনুপাত ছিল প্রায় ৩, ২০০০-এর দশকে তা দ্রুত বাড়তে শুরু করে

UMass Boston–এর অর্থনীতিবিদ Keren Horn বলেন যে ঘর নির্মাণের ঘাটতিই মূল কারণ—বর্তমানে নতুন প্রকল্পগুলোতে ‘McMansion’ তৈরী করা হচ্ছে, যা সিঙ্গেল-ফ্যামিলি স্টার্টার হোমের তুলনায় ব্যয়বহুল bostonglobe.com

২০২২ পর্যন্ত median income প্রায় ১৯০% বাড়লেও, একই সময়ে median single-family home–এর দাম বেড়েছে প্রায় ৩০০% bostonglobe.com। GB agent–এর পরিসংখ্যানে দেখা যায় মাসিক আয়ের প্রায় ৩৪.৬% বাড়ি ব্যয়ে যায় – যা হাওয়াই, ক্যালিফোর্নিয়া–র মতো রাজ্যের চেয়ে সামান্য কম । ভাড়াটিয়াদের জন্য এই চাপ আরও বেশি – আয়ের ৪৮.৮% পর্যন্ত