রোকন পাঠান
মেডফোর্ড, ১২ অক্টোবর ২০২৫
১১ অক্টোবর শনিবার মেডফোর্ডের Hormel Stadium এ অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী BSCB Cricket Fest 2025। Bangladesh Sports Club, Boston আয়োজন করে এই T10 ফরমেটের ক্রিকেট উৎসব।
টুর্নামেন্টে Red Lion's, Blue Strikers এবং Golden Eagles তিনটি দল অংশ গ্রহণ করে। বাংলাদেশ পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্থান ও শ্রীলংকান প্রবাসী ক্রিকেটারদের সমন্বয়ে শক্তিশালী দল গঠন করে প্রত্যেক দল। Red Lion's এর ক্যাপটেন শহীদ তাহির কোর্ডিনেটর সিরাজুম মনির, Blue Strikers এর ক্যাপ্টেন ইয়ামিন মাহমুদ ও কোর্ডিনেটর আতিকুর রহমান এবং Golden Eagles এর ক্যাপ্টেন এস এম সাজ্জাদ হুসেন ও কোর্ডিনেটর ফয়সাল চৌধুরী দল পরিচালনার দায়িত্ব পালন করেন। ট্যুর্নামেন্টন চীপ কোর্ডিনেটরের দায়িত্বে ছিলেন ওমর এফ সানী।
ট্যুর্নামেট স্পন্সর করেন করে EXP Realty, Jimmy Halal Fried Chickens, Pay Minimum Tax.
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন Bangladesh Association of New England BANE এর প্রেসিডেন্ট মাহাবুব খোদা সাধারন সম্পাদক রাজিবুর রহমান সহ সাধারন সম্পাদক আশিকুর রহমান, সমাজ সেবা সম্পাদক মোঃ রাইহানুজ্জামান Realtor EXP Realty এর স্বত্বাধিকারী হুমায়ূন মোর্শেদ, সালাউদ্দিন খান ইমন, বস্টন বাংলার সম্পাদক রোকন পাঠান, কমিউনিটি লিডার হারুন অর রশিদ হীরন, Islamic Cultural Center of Medford এর ঈমাম হাফেজ রেজুয়ানুল হক,সবুজ বড়ুয়া সহ আরো অনেকেই।
ট্যুর্নামেন্টে ফাইনালে Red Lion's কে পরাজিত করে Blue Strikers শিরোপা জিতে নেয়।
প্রথম ও দ্বিতীয় ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হয়ে ট্যুর্নামেন্ট সেরা বেটসম্যান এবং ট্যুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হোন রাফি। তৃতীয় ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হন আশিষ এনং ফাইনালে অনবদ্য বেটিং দিয়ে ম্যান অফ দ্যা ফাইনাল হোন আতিক। সেরা বোলার হোন আকতার।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদল ও খেলোয়াড় পুরষ্কার দেন BSCB প্রেসিডেন্ট সিরাজুম মনির ট্যুর্নামেন্ট কোর্ডিনেটর ওমর এফ সানী Jimmy halal fried Chickens এর স্বত্তাধিকারী সালাউদ্দিন খান ইমন বস্টন বাংলার সম্পাদক ও প্রকাশক রোকন পাঠান এবং কমিউনিটি লিডার হারুন অর রশিদ হীরন।
আপনার বিজ্ঞাপন এখানে