82°F বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

MassDEP’র এয়ার কোয়ালিটি সতর্কতা—কানাডীয় অগ্ন্যুৎপাদনের ধোঁয়া

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ৫
MassDEP’র এয়ার কোয়ালিটি সতর্কতা—কানাডীয় অগ্ন্যুৎপাদনের ধোঁয়া

MassDEP’র এয়ার কোয়ালিটি সতর্কতা—কানাডীয় অগ্ন্যুৎপাদনের ধোঁয়া

কানাডীয় বনজ মুহূর্তে ম্যাসাচুসেটসের বায়ু দূষণ এড়ানোর ব্যবস্থা নিতে MassDEP একটি এয়ার কোয়ালিটি সতর্কতা জারি করেছে। এটি বছরের সবচেয়ে বেশি দূষিত দিন হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে অনুভূত হচ্ছে ওয়েস্টার্ন মাসাচুসেটস ও বোস্টনে, যেখানে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য বাড়তি সাবধানতা জরুরি