77°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

লোহিত সাগরে ইসরাইলি তেল ট্যাংকারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০১ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২৬
লোহিত সাগরে ইসরাইলি তেল ট্যাংকারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

লোহিত সাগরের উত্তরাঞ্চলে ইসরাইলের মালিকানাধীন একটি তেল ট্যাংকারেসফল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনেরসশস্ত্র বাহিনী। সোমবার সকালে এক বিবৃতিতে ইয়েমেনিসেনাবাহিনী এই ঘোষণা দেয়।

ইরানি বার্তা সংস্থা মেহেরের এক প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ফিলিস্তিনিজনগণ এবং গাজায় ইসরাইলেরগণহত্যার প্রতিবাদে এই হামলা চালানোহয়েছে। তিনি বলেন, “ফিলিস্তিনিদেরপ্রতি সমর্থন এবং গাজা উপত্যকায়আমাদের ভাইদের ওপর চলা গণহত্যাও অবরোধের প্রতিক্রিয়ায় আমরা উত্তর লোহিতসাগরে একটি ইসরাইলি তেলট্যাংকারকে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছি।”

সারি আরও বলেন, “গাজায় যুদ্ধ শেষ না হওয়াএবং ফিলিস্তিনি জনগণের ওপর থেকে অবরোধতুলে না নেওয়া পর্যন্তএই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এর আগে, ব্রিটিশসামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানায়, সৌদি আরবের লোহিতসাগর বন্দর ইয়ানবুর দক্ষিণ-পশ্চিমে লাইবেরিয়ার পতাকাবাহী একটি ইসরাইলি ট্যাংকারেবিস্ফোরণের খবর পাওয়া গেছে।ইয়েমেনি কর্তৃপক্ষের এই ঘোষণার মধ্যদিয়ে ওই হামলার সত্যতানিশ্চিত হলো।