মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেল। কাতারের ওপর আবারও কোনো ধরনের আক্রমণ হলে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পাল্টা পদক্ষেপ নেবে— এমনই সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১ অক্টোবর) জারি করা এক নির্বাহী আদেশে এ নির্দেশনা দেন তিনি।
আদেশে কাতারের নিরাপত্তা নিশ্চিত করাকে যুক্তরাষ্ট্রের কৌশলগত নীতির অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, কাতারের ভূখণ্ড, সার্বভৌমত্ব কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর আক্রমণকে সরাসরি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হবে। প্রয়োজনে কূটনৈতিক, অর্থনৈতিক এমনকি সামরিক পদক্ষেপও নেওয়া হবে।
এছাড়া, দ্রুত প্রতিক্রিয়ার জন্য যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় গোয়েন্দা পরিচালকের সমন্বয়ে কাতারের সঙ্গে যৌথ পরিকল্পনা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত মাসে ইসরায়েল দোহার একটি ভবনে বিমান হামলা চালায়। দাবি করা হয়, হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এ অভিযান। তবে ওই সময়ে কাতারের মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল। হামলায় কয়েকজন ফিলিস্তিনি প্রতিনিধি ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।
ঘটনার পর ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যৌথ ফোনকলে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির কাছে দুঃখ প্রকাশ করেন।
আপনার বিজ্ঞাপন এখানে