54°F বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

জমকালো আয়োজনে বস্টনে যাত্রা শুরু করল সিটিওয়াইড রিয়েলটি গ্রুপ

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ২১ ডিসে ২০২৫ | নিউজটি দেখেছেন: ৯৮
জমকালো আয়োজনে বস্টনে যাত্রা শুরু করল সিটিওয়াইড রিয়েলটি গ্রুপ

জমকালো আয়োজনে বস্টন শহরে নতুন রিয়েল এস্টেট কোম্পানির আনুষ্ঠানিক যাত্রা শুরু

 

যুক্তরাষ্ট্রের বস্টন শহরে গতকাল এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “সিটিওয়াইড রিয়েলটি গ্রুপ’ নামে একটি নতুন রিয়েল এস্টেট কোম্পানি। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়, বস্টনস্থ ইসলামিক কালচারাল সেন্টর অব মেডফোর্ডে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটি অ্যাকটিভিস্ট, ব্যবসায়ী, সাংবাদিক, বাঙালি প্রবাসী পেশাজীবীসহ বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী জনাব *হুমায়ুন মোর্শেদ ও সোহেল কায়সার*। তাঁদের বক্তব্যে গ্রাহকসেবা, স্বচ্ছতা, পেশাদারিত্ব এবং আস্থার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়। তারা বলেন, আধুনিক ও মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে বস্টনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নির্ভরযোগ্য রিয়েল এস্টেট প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠারে এক পর্যায়ে সিটিওয়াইড রিয়েলটি গ্রুপের মর্টগেজ অরজিনেটর জনাব এস.এম. সাজ্জাদ হোসেনকে সবার সামনে পরিচয় করিয়েন প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী জনাব হুমায়ুন মোর্শেদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি অ্যাকটিভিস্ট মুহাম্মদ ওয়াহিদি, দারুল কাবাব’র স্বত্তাধিকারী মুহাম্মদ মনির হোসেন, ফুডল্যান্ড বালিংটন’র স্বত্তাধিকারী মুহাম্মদ
আবু সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব সালাউদ্দিন খান, তপন চৌধুরী, মুহাম্মদ মোস্তফা, মুহাম্মদ মাসুদ, মোহাম্মদ মোশারাফ হোসেন, মুহাম্মদ আবুল কালাম, ইসলামিক কালচারাল সেন্টর’র প্রেসিডেন্ট ইলিয়াস মাসুদ, ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন চৌধুরী, সেক্রেটারি গোলাম মোস্তফা, বিশিষ্টি সাংবাদিক ও কমিউনিটি অ্যাকটিভিস্ট জোবায়ের সিকদার, বস্টন বাংলার প্রতিষ্ঠাতা রোকন পাঠান, বেইন এর প্রেসিডেন্ট মাহবুব খোদা খোকা প্রমূখ।

এ সময় বক্তারা নতুন এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন এবং বস্টন শহরের রিয়েল এস্টেট বাজারে প্রতিষ্ঠানটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
 

বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য নিরাপদ ও বিশ্বাসযোগ্য রিয়েল এস্টেট সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নতুন উদ্যোগ সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

এ সময় বক্তরা ইসলামিক কালচারাল সেন্টার  অব মেডফোর্ড কমিউনিটিতে ইসলামিক, কালচারাল, স্পোটস পাশাপাশি রিয়েল এস্টেট সার্ভিস যুক্ত হওয়াতে আনন্দ প্রকাশ করেন এবং সবাইকে এর সাথে থেকে সহযোগিতা করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানের শেষ পর্বে ইসলামিক কালচারাল সেন্টর অব মেডফোর্ড এর পেশ ইমাম জনাব রিদুয়ানুর হক প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে বিশেষ দো পরিচালনা করেন ।