জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। জুলাই মাসের নির্বাচনে তার দল লিবারেলডেমোক্রেটিক পার্টির (এলডিপি) পরাজয়ের পর থেকেই তারওপর পদত্যাগের চাপ বাড়ছিল। এইপরাজয়ের ফলে পার্লামেন্টের উভয়কক্ষেই এলডিপির সংখ্যাগরিষ্ঠতা নষ্ট হয়। ব্রিটিশবার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীনদলের মধ্যে বিভাজন এড়াতে ইশিবা এই সিদ্ধান্ত নিয়েছেন।যদিও এর আগে নির্বাচনেরপরপরই পদত্যাগের খবর তিনি অস্বীকারকরেছিলেন।
আল জাজিরা জানিয়েছে, গত অক্টোবরে ক্ষমতা গ্রহণের পর থেকেই ইশিবাকেদলের ডানপন্থী বিরোধীদের চাপের মুখে থাকতে হয়েছে।জুলাইয়ের নির্বাচনের ভরাডুবির জন্য তারা তাকেইদায়ী করে আসছিলেন।
শনিবার সন্ধ্যায় জাপানের কৃষিমন্ত্রী এবং একজন সাবেক প্রধানমন্ত্রী ইশিবার সাথে দেখা করে তাকে পদত্যাগে রাজি করান। যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে জাপান সরকার নিশ্চিত করেছে যে ইশিবা রোববার একটি সংবাদ সম্মেলন করবেন।
আপনার বিজ্ঞাপন এখানে