ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন-এ Bangladesh Students Association- UNewHaven কানেকটিকাট এর শরৎকালীন প্রথম সাধারণ সভা।
ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেনের বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (BSA) গতকাল শরৎকাল ২০২৫ সেমিস্টারের প্রথম সাধারণ সভা (General Body Meeting) সফলভাবে সম্পন্ন করেছে। নতুন নির্বাহী কমিটির নেতৃত্বে অনুষ্ঠিত এই সভাটি শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে এক উজ্জ্বল সন্ধ্যায় পরিণত হয়।
থিম ও কার্যক্রম
“Fall into Leadership, Culture, and Community”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে নেতৃত্ব, সংস্কৃতি ও ঐক্যের বার্তা তুলে ধরা হয়। কর্মসূচির মধ্যে ছিল Cultural Showcase, Voices of BSA, Interactive Session, এবং Kickoff & Community Gathering। প্রতিটি পর্বই শিক্ষার্থীদের উদ্দীপনা, হাসি-আনন্দ ও তাৎপর্যপূর্ণ যোগাযোগে ভরে ওঠে।
সদস্যদের প্রতি কৃতজ্ঞতা
অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রাণ ঢেলে সহযোগিতা করা সকল সদস্যদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে। তাদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণই BSA-কে প্রাণবন্ত ও ঐক্যবদ্ধ করেছে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।
এই আয়োজনে নতুন নেতৃত্বের হাত ধরে বাংলাদেশি শিক্ষার্থীরা আরও সাংস্কৃতিক ও সামাজিক উদ্যোগে যুক্ত হবে বলে আশা প্রকাশ করা হয়।
আপনার বিজ্ঞাপন এখানে