54°F বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ইরান সতর্ক: ট্রাম্পের হামলার হুমকির জবাবে জানাল ঠিক কোথায় আঘাত করতে হবে

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৩ জানু ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৮
ইরান সতর্ক: ট্রাম্পের হামলার হুমকির জবাবে জানাল ঠিক কোথায় আঘাত করতে হবে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের হুমকিকে ‘বেপরোয়া ও বিপজ্জনক’ বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি সতর্কবার্তা দিয়েছেন, যে কোনো আক্রমণের মুখোমুখি ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং জানে ঠিক কোথায় আঘাত করতে হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ১০ ছাড়িয়েছে। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, “শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে ওয়াশিংটন তাদের রক্ষা করতে পদক্ষেপ নেবে।” তিনি আরও যোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র সামরিকভাবে ‘লকড অ্যান্ড লোডেড’ অবস্থানে আছে এবং যেকোনো মুহূর্তে পদক্ষেপ নিতে পারে।
এর জবাবে আরাগচি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো হস্তক্ষেপ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হবে। যদি হামলার ঘটনা ঘটে, আমাদের সশস্ত্র বাহিনী জানে ঠিক কোথায় আঘাত করতে হবে।” তিনি ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, নিজের দেশের ভেতরে ন্যাশনাল গার্ড মোতায়েন করার আগে বোঝা উচিত, জনসম্পত্তিতে অপরাধমূলক হামলা কোনো দেশই সহ্য করে না।
উল্লেখযোগ্য, এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এবারও ট্রাম্পের সামরিক হুমকির মুখে তেহরান তাদের অনমনীয় অবস্থান পুনর্ব্যক্ত করেছে।