হোমল্যান্ড সিকিউরিটি: মাইগ্রেশন নিয়ন্ত্রণে নতুন কারাগার ঘোষণা
Online Desk, Boston Bangla
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫
|
নিউজটি দেখেছেন: ২২
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম ঘোষণা দিয়েছেন নেব্রাস্কায় একটি নতুন অভিবাসীদের ডিটেনশন সেন্টার—“Cornhusker Clink”—তৈরি করা হচ্ছে। এটি ICE এর (Immigration and Customs Enforcement) নতুন পলিসির অংশ হিসেবে ব্যবহৃত হবে।