ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসেমব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্যকরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (৩০ আগস্ট) ইসরায়েলিসংবাদমাধ্যম কেএএন-এর বরাত দিয়েএই খবর জানানো হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটিতে হামাসের একজন 'গুরুত্বপূর্ণ সদস্যকে' লক্ষ্য করে এই হামলাচালানো হয়েছে। যদিও বিবৃতিতে তারনাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবেএকাধিক হিব্রু সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে, হামলাটি হামাসেরদীর্ঘদিনের মুখপাত্র হুদাইফা সামির আবদুল্লাহ আল-কাহলৌত, যিনিআবু ওবায়দা নামেই বেশি পরিচিত, তাকেলক্ষ্য করে চালানো হয়েছে।ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এই হামলায়নিখুঁত গোলাবারুদ এবং অতিরিক্ত গোয়েন্দাতথ্য ব্যবহার করেছে।
হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবেএই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানোহয়নি। আবু ওবায়দা ফিলিস্তিনিপ্রতিরোধ আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ও রহস্যময় ব্যক্তিত্বহিসেবে পরিচিত। তিনি সবসময় মুখোশপরে থাকেন এবং তার আসলপরিচয় ও অবস্থান সম্পর্কেতেমন কোনো তথ্য কারওজানা নেই। এর আগেওইসরায়েল তাকে বেশ কয়েকবারটার্গেট করার চেষ্টা করেছে।
এদিকে, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চিকিৎসাসূত্র জানিয়েছে, শনিবার ভোরে গাজা সিটিরপশ্চিমাঞ্চলীয় আল-রিমাল এলাকারএকটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমানহামলায় সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবংঅনেকে আহত হয়েছেন। ওইভবনে নারী, শিশু ও বাস্তুচ্যুতমানুষেরা বসবাস করছিলেন বলে জানা গেছে।
আপনার বিজ্ঞাপন এখানে