79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

হামাস অস্ত্র ছাড়লে গাজা ইসরায়েলের অংশ হবে: ইসরায়েলি মন্ত্রী

Online Desk, Boston Bangla

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ২৯
হামাস অস্ত্র ছাড়লে গাজা ইসরায়েলের অংশ হবে: ইসরায়েলি মন্ত্রী

হামাস যদি অস্ত্রসমর্পণ নাকরে, তবে গাজাকে ইসরায়েলেরসঙ্গে যুক্ত করার হুমকি দিয়েছেনদেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ। এই কট্টরপন্থী নেতাইসরায়েল সরকারকে এই প্রক্রিয়া শুরুকরার জন্য আহ্বান জানিয়েছেন।

 

গাজা জয়ের পরিকল্পনা

গত বৃহস্পতিবার জেরুজালেমেএক সংবাদ সম্মেলনে স্মোত্রিচ তার 'গাজা জয়ের' পরিকল্পনা তুলে ধরেন। পরিকল্পনামতে, হামাসকে অস্ত্রসমর্পণ, জিম্মিদের মুক্তি এবং আত্মসমর্পণের জন্যসময়সীমা বেঁধে দেওয়া হবে। যদি হামাসতা মেনে না নেয়, তাহলে চার সপ্তাহে ধাপেধাপে গাজাকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হবে।

 

পরিকল্পনার বিস্তারিত

স্মোত্রিচের প্রস্তাব অনুযায়ী, প্রথমে ফিলিস্তিনিদের গাজার দক্ষিণ দিকে সরে যেতেবলা হবে। এরপর ইসরায়েলউপত্যকার উত্তর ও মধ্যাঞ্চল অবরোধকরবে, যাতে সেখানে থাকাবাকি হামাস যোদ্ধাদের পরাজিত করা যায়। এভাবেগাজা সম্পূর্ণভাবে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হবে। এই পরিকল্পনাদ্রুত বাস্তবায়নের জন্য তিনি প্রধানমন্ত্রীবেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন।

 

বর্তমান পরিস্থিতি

২০২৩ সালের ৭অক্টোবর থেকে ইসরায়েল গাজায়অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এপর্যন্ত ৬৩ হাজারেরও বেশিফিলিস্তিনি নিহত এবং ১লাখ ৫৯ হাজারেরও বেশিমানুষ আহত হয়েছেন। ইসরায়েলেরঅবরোধের কারণে অনাহারে ১২১ শিশুসহ ৩২২ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।