79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

গাজায় ইসরায়েলি হামলা তীব্র: একদিনে ৭৭ ফিলিস্তিনি নিহত, বাস্তুচ্যুত লাখো মানুষ

Online Desk, Boston Bangla

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ১২
গাজায় ইসরায়েলি হামলা তীব্র: একদিনে ৭৭ ফিলিস্তিনি নিহত, বাস্তুচ্যুত লাখো মানুষ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা আরও তীব্র হয়েছে।একদিনেই অন্তত ৭৭ ফিলিস্তিনি নিহতহয়েছেন, যাদের মধ্যে ৪৭ জনই গাজাসিটির বাসিন্দা। আল জাজিরার প্রতিবেদনঅনুযায়ী, নিহতদের মধ্যে ১১ জন রুটিসংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হামলারশিকার হন।

ইসরায়েলের ক্রমাগত বোমা হামলা এবংজোরপূর্বক উচ্ছেদ অভিযানের কারণে শত শত ফিলিস্তিনিগাজা শহর ছেড়ে পালাচ্ছেন।সামান্য কিছু মালপত্র নিয়েতারা ট্রাক, ভ্যান বা গাধার গাড়িতেকরে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছেন। অনেকেই নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে খোলা আকাশেরনিচে অস্থায়ী তাঁবু স্থাপন করছেন। এদের মধ্যে অনেকেইআছেন যারা এর আগেওএকাধিকবার নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্যহয়েছেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNRWA) আশঙ্কা করছে যে, ইসরায়েলিসেনারা গাজা সিটি দখলএবং প্রায় ১০ লাখ মানুষকেবাস্তুচ্যুত করার লক্ষ্যেই এইঅভিযান চালাচ্ছে। গত শুক্রবার ইসরায়েলগাজা সিটিকে 'যুদ্ধক্ষেত্র' ঘোষণা করে জানায়, তারাশহর দখলের 'প্রাথমিক ধাপ' শুরু করেছে।

শনিবার হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে যে, সেদিন পুরোগাজায় ৭৭ জন ফিলিস্তিনিনিহত হয়েছেন, যার মধ্যে গাজাসিটিতেই ৪৭ জন। এছাড়াঘনবসতিপূর্ণ এলাকায় আবাসিক ভবনে হামলায় সাতজননিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে আহত ওনিহতদের উদ্ধারে স্বেচ্ছাসেবকদের কাজ করতে দেখাগেছে।

আল জাজিরার সাংবাদিকহানি মাহমুদ বলেন, "গাজা নগরীতে হামলাক্রমশ বাড়ছে। ঘরবাড়ি, কমিউনিটি সেন্টার সবই ধ্বংস হয়েযাচ্ছে, যা সাধারণ মানুষেরজীবনযাত্রার মূল ভিত্তি ভেঙেদিচ্ছে। এসব এমন একসময়ে ঘটছে যখন মানুষচরম দুর্ভিক্ষ, অনাহার ও পানিশূন্যতায় ভুগছে।পুরো পরিস্থিতি একটি মানবিক বিপর্যয়েরদিকে এগিয়ে যাচ্ছে।"