70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

ফেডারেল শাটডাউনে যুক্তরাষ্ট্রে দেড় হাজার ফ্লাইট বাতিল | বিমান চলাচলে অচলাবস্থা

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৯ নভে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২৫
ফেডারেল শাটডাউনে যুক্তরাষ্ট্রে দেড় হাজার ফ্লাইট বাতিল | বিমান চলাচলে অচলাবস্থা

ফেডারেল শাটডাউনে যুক্তরাষ্ট্রে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

ফেডারেল সরকারের চলমান শাটডাউনের প্রভাবে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার পর্যন্ত দেশটিতে আগমন ও প্রস্থানের জন্য নির্ধারিত প্রায় ১,৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি ৬,০০০-এর বেশি ফ্লাইট বিলম্বিত হওয়ায় হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

ফ্লাইট ট্র্যাকিং সাইট FlightAware জানিয়েছে, এই বিলম্বের সংখ্যা আগের দিনের তুলনায় সামান্য কম হলেও পরিস্থিতি এখনও গুরুতর। শুক্রবার প্রায় ৭,০০০ ফ্লাইট দেরিতে ছাড়ে বা অবতরণ করে

এরই মধ্যে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানায়, এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের বেতন বন্ধ থাকায় তারা চরম মানসিক ও শারীরিক চাপের মধ্যে কাজ করছেন। ফলে দেশের ৪০টি ব্যস্ততম বিমানবন্দরে বিমান চলাচল ১০ শতাংশ পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

অচলাবস্থার এই পরিস্থিতি শুরু হয় গত ১ অক্টোবর, যা শনিবার ৩৯তম দিনে গড়িয়েছে— যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি শাটডাউনের রেকর্ডের কাছাকাছি পৌঁছেছে এটি।

সরকারি কার্যক্রম পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় তহবিল অনুমোদনের বিষয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে কংগ্রেসে এখনও ঐক্যমত্য হয়নি। তবে দ্রুত সমাধানের আশায় দুই দলের সিনেটররাই সপ্তাহান্তেও ওয়াশিংটনে অবস্থান করছেন এবং আলোচনা অব্যাহত রেখেছেন।

বিশ্লেষকদের মতে, শাটডাউনের ফলে শুধু বিমান চলাচল নয়, সরকারি বিভিন্ন খাতের কর্মীদের বেতন, নিরাপত্তা কার্যক্রম এবং অর্থনৈতিক কর্মকাণ্ডও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সূত্র: বিবিসি