79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

ডোনাল্ড ট্রাম্পের মৃত্যুর গুজব: ক্ষোভ ঝাড়লেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৩ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৯
ডোনাল্ড ট্রাম্পের মৃত্যুর গুজব: ক্ষোভ ঝাড়লেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট

ডোনাল্ডট্রাম্পের মৃত্যুর গুজব: ক্ষোভ ঝাড়লেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট

ডোনাল্ডট্রাম্প নিজের মৃত্যুর গুজব নিয়ে তীব্রক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) একজনসাংবাদিক তাকে এ বিষয়েপ্রশ্ন করলে তিনি জানান, এই ধরনের ভুয়া খবর ছড়িয়ে সংবাদমাধ্যমগুলোতাদের গ্রহণযোগ্যতা হারাচ্ছে।

সাংবাদিকট্রাম্পকে জিজ্ঞাসা করেন, "সপ্তাহের শেষ দিকে আপনারমৃত্যু নিয়ে একটি ভাইরাল সোশ্যালমিডিয়া ট্রেন্ড শুরু হয়েছিল। আপনিকীভাবে জানতে পারলেন যে আপনি মারাগেছেন? বিষয়টি কি দেখেছেন? মানুষআপনাকে কয়েকদিন দেখতে পায়নি।"

জবাবেট্রাম্প বলেন, "সত্যি বলছেন? আমি তো এটিদেখিইনি। আমি জানি, ব্যাপারটাবেশ পাগলামি, কিন্তু গত সপ্তাহে আমিঅনেকগুলো সংবাদ সম্মেলন করেছি, সবগুলোই সফল ছিল। আরতারপর আমি দুই দিনকোনো সম্মেলন করিনি, আর তারা বলাশুরু করল, ‘নিশ্চয়ই তার কিছু একটাহয়েছে’।"

ট্রাম্পএ প্রসঙ্গে হেসে জো বাইডেনকে টেনে আনেন এবংবলেন, "বাইডেন তো মাসের পরমাস ধরে সামনে থাকতেননা। আপনারা তাকে দেখতেই পেতেননা। অথচ কেউ কখনওবলেনি যে তার কিছুএকটা হয়েছে।"

তিনিআরও বলেন যে, এইগুজব সম্পূর্ণ মিথ্যা এবং তিনি খুবইসক্রিয় ছিলেন। পোটোম্যাক নদীর কাছে তারনিজের ক্লাবে বেশ কিছু লোকেরসঙ্গে দেখা করতে গিয়েছিলেনবলেও তিনি জানান।

ট্রাম্পেরমতে, তার মৃত্যুর খবরটিসম্পূর্ণ ভুয়া এবং এই ধরনেরখবর প্রচারের কারণেই সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা কমে যাচ্ছে।