77°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

দলের প্রতিষ্ঠাবার্ষিকী নেত্রীর জন্মদিন ও নিউ ইংল্যান্ড বিএনপি'র বার্ষিক পিকনিক ২০২৫ ঘিরে বস্টনে উৎসব।

Rokon Pathan, Boston Bangla

প্রকাশ: ২৪ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ১১০
দলের প্রতিষ্ঠাবার্ষিকী নেত্রীর জন্মদিন ও নিউ ইংল্যান্ড বিএনপি'র বার্ষিক পিকনিক ২০২৫ ঘিরে বস্টনে উৎসব।

দলের প্রতিষ্ঠাবার্ষিকী নেত্রীর জন্মদিন ও নিউ ইংল্যান্ড বিএনপি'র বার্ষিক পিকনিক ২০২৫ ঘিরে বস্টনে উৎসব।

গত ২০ সেপ্টেম্বর ২০২৫, রবিবার বস্টনের সোলজার্স ফিল্ডে নিউ ইংল্যান্ড বিএনপি তার অংগসংগঠন ও বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সকল স্তরের মানুষের উপস্থিতিতে উদযাপিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, সকল বাংকাদেশী জাতীয়তাবাদী শক্তির আস্থা ও ভরসার কেন্দ্রবিন্দু আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন একই সাথে নিউ ইংল্যান্ড বিএনপির বার্ষিক পিকনিক।

এমাসের শুরুতে আয়োজনের কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে সেই প্রগ্রাম বাতিল করে পরিবর্তিত এই অনুষ্ঠানে প্রবাসী নেতা কর্মীদের ঢল নামে। সকল বয়সের সকল পেশার নারী পুরুষের সমান উপস্থিতি লক্ষ করা গেছে অনুষ্ঠানে। দেশের ক্ষমতার পট পরিবর্তনে প্রবাসে সকলের মধ্যেও উতসাহ ও কর্মচাঞ্চল্য দেখা গেছে নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে।

বক্তৃতা আড্ডা খেলাধুলা খাওয়া দাওয়ায় মুখরিত এদিন প্রধান অতিথি হয়ে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন। নিউ ইংল্যান্ড বিএনপি'র সভাপতি জনাব বদরে আলম সাইফুল ভার্চুয়ালি তাকে যুক্ত করেন। জনাব খোকন যুক্তরাষ্ট্র প্রবাসী সকল নেতা কর্মীদের দলের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীরের আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় প্রধান উপদেষ্টার সফরসংগী হয়ে আসার সময় বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা পৌছেদেন।

সমবেত সকলের গান ও শ্লোগানে বেগম জিয়ার জন্মদিনের বিশাল কেক কাটেন নেতা কর্মীরা। এসময় শিশুদের উপস্থিতি বেশ লক্ষণীয় ছিলো।

দিনব্যাপী নানান আয়োজনে বিশেষ আকর্ষন ছিলো নারীদের বালিশ পাস, পুরুষদের পেনাল্টি শট ও বিভিন্ন বয়স ভিত্তিক গ্রুপে ছেলে মেয়েদের দৌড় প্রতিযোগীতা।

প্রত্যেক ইভেন্টে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের আকর্ষনীয় পুরষ্কার প্রদান করা হয়। বিশেষ মনোযোগের কেন্দ্রে ছিলো আকর্ষনীয় পুরষ্কারের র‍্যাফেল ড্র। র‍্যাফেল ড্রতে ভাগ্যবান বিজয়ীরা পান ৩৯, ৪২, ৫৬ ইঞ্চি স্মার্ট টেলিভিশন। এছাড়াও সকল শিশুদের জন্যে রাখা হয় গিফটের ব্যাবস্থা।

দলী নেতা কর্মীদের সমন্বিত প্রচেষ্টায় সফল দিনব্যাপী আয়োজনকে সার্থক করায় নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি জনাব বদরে আলম সাইফুল সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।