বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ঢাকায় সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ ও কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেছেন পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক।
জানাজায় অংশ নিতে ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা ঢাকায় আসেন। এই সফরকালে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের অভ্যর্থনা কক্ষে ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তানি স্পিকারের স্বাভাবিক সাক্ষাৎ হয় বলে জানান তিনি।
বুধবার পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও টিভি–এর জনপ্রিয় টকশো ‘আজ শাহজাইব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়ে এ বিষয়ে বিস্তারিত কথা বলেন সরদার আয়াজ সাদিক।
তিনি জানান, বাংলাদেশে পৌঁছানোর পর পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান ও মালদ্বীপ থেকে আসা প্রতিনিধিরা প্রথমে সংসদ ভবনের অভ্যর্থনা কক্ষে একত্রিত হন। সেখানেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটে।
পাকিস্তানের স্পিকার বলেন, তিনি তখন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারের সঙ্গে আলাপে ব্যস্ত ছিলেন। এমন সময় জয়শঙ্কর এগিয়ে এসে তাকে স্বাগত জানান এবং নিজের পরিচয় দেন। পাল্টা পরিচয় দিতে গেলে জয়শঙ্কর বলেন, “আপনাকে আমি চিনি, আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই।”
সাক্ষাৎকারে সরদার আয়াজ আরও জানান, যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে করমর্দনের জন্য এগিয়ে আসেন, তখন দেশি-বিদেশি সংবাদমাধ্যমের ক্যামেরা ও সাংবাদিকদের উপস্থিতি চোখে পড়ে। তার মতে, জয়শঙ্কর পুরো পরিস্থিতি সম্পর্কে সচেতন ছিলেন এবং মিডিয়ার নজর যে তাদের দিকে রয়েছে, তা তিনি ভালোভাবেই বুঝতে পারছিলেন।
পাকিস্তানের স্পিকারের ভাষায়, জয়শঙ্কর খুব হিসেব করে ও সচেতন ভঙ্গিতে কথাবার্তা বলেছেন, যেন প্রতিটি মুহূর্তই সংবাদমাধ্যমে রেকর্ড হচ্ছে—এই বিষয়টি মাথায় রেখেই তিনি আচরণ করেছেন।
জানাজা শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার দু’জনই নিজ নিজ দেশে ফিরে যান।
আপনার বিজ্ঞাপন এখানে