বস্টন বাংলা ডেস্ক । ডার্টমাউথ, ম্যাসাচুসেটস | ১৪ অক্টোবর ২০২৫
ম্যাসাচুসেটসের ডার্টমাউথ শহরের রুট ১৯৫ মহাসড়কে একটি ছোট ব্যক্তিগত বিমান ভয়াবহভাবে দুর্ঘটনার শিকার হয়ে দুজন নিহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে, যখন বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
দুর্ঘটনায় নিহত দম্পতির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, বিমানটি স্থানীয় নিউ বেডফোর্ড এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করেছিল এবং কয়েক মিনিটের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে নিচে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি মহাসড়কের ওপর পড়ার সময় আশপাশে ভয়াবহ শব্দ হয় এবং মুহূর্তের মধ্যে আগুনের গোলায় পরিণত হয়। এক চালকের গাড়িতেও ধ্বংসাবশেষের কিছু অংশ পড়ায় তিনি আহত হন, তবে তাঁর আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে।
দুর্ঘটনার পর রুট ১৯৫-এর পশ্চিমগামী লেন দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখা হয়। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ, ফায়ার ডিপার্টমেন্ট ও ম্যাসাচুসেটস স্টেট পুলিশের ইউনিট দ্রুত পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন বিকল হয়ে যাওয়াই এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে।
ডার্টমাউথের মেয়র এক বিবৃতিতে বলেন, “এটি আমাদের কমিউনিটির জন্য একটি মর্মান্তিক দিন। নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি।”
আপনার বিজ্ঞাপন এখানে