77°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

চিটাগাং ইউনিভার্সিটি এলামনি ইউ এস এ এর সম্মেলন-২০২৫

Admin, Boston Bangla

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ৪২
চিটাগাং ইউনিভার্সিটি এলামনি ইউ এস এ এর সম্মেলন-২০২৫

চিটাগাং ইউনিভার্সিটি এলামনি ইউ এস এ এর সম্মেলন-২০২৫

১ ও ২ অগাস্ট ২০২৫, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ভেন্যু করে অনুষ্ঠিত হয়েছে চিটাগাং ইউনিভার্সিটি এলামনি ইউ এস এ এর সম্মেলন-২০২৫।

এউপলক্ষে যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্টেট থেকে চিটাগং বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থীদের সমাবেশ ঘটে সম্মেলনে।

সম্মেলনে যোগদেন সাবেক ও বর্তমান ভিসি ও প্রথিতযশা শিক্ষকগণ।

দুইদিনব্যাপী এই সম্মেলনের প্রথম দিন সভা সেমিনার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন গেট টুগেদারে শেষ হলেও দ্বিতীয় দিন সম্মেলন পরিনত হয়েছিল একটুকরো বাংলাদেশে। সমাপনী দিনে অনুষ্ঠান সূচিতে ছিলে বাংলাদেশ হতে আগত গুণী শিল্পীদের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিন ১২ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেন আয়োজকগণ। তাদের টুকরো টুকরো বীরত্ব গাথা তুলে ধরার মধ্যদিয়ে উত্তরীয় ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

মনোজ্ঞা পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ করেন বস্টনে বসবাসরত সাবেক চিটাগং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। পরে একে একে চমক নিয়ে হাজির হোন ক্লোজ আপ তারকা কিশোর প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ড. লীনা তাপসী খান, দুই বাংলার নয়নমণি ড. রেজওয়ানা চৌধুরী বন্যা, কিংবদন্তি ব্যান্ড তারকা নকিব খান ও সবার প্রিয় ফাহমিদা নবী।দুই বাংলায় জনপ্রিয় মিরাক্কেল রনি খ্যাত আবু হেনা রনি ছিলেন দুইদিন ব্যাপী এই আয়োজনের চার্জিং টনিক হয়ে।

আয়োজকগণ আগামী বছর আমেরিকার স্বনামধন্য অন্য কোন বিশ্ববিদ্যালয়কে ভেন্যু করে পরবর্তী সম্মেলনে্র ঘোষণা দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।