79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

ব্রাজিল দলে না থাকার কারণ চোট নয়, কোচের সিদ্ধান্ত দাবি নেইমারের

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০২ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২৪
ব্রাজিল দলে না থাকার কারণ চোট নয়, কোচের সিদ্ধান্ত দাবি নেইমারের

ব্রাজিল জাতীয় ফুটবল দল থেকে বাদপড়ার কারণ চোট নয়, বরং এটি কোচের কৌশলগত (টেকনিক্যাল) সিদ্ধান্ত—এমনটাই দাবি করেছেন তারকাফরোয়ার্ড নেইমার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিপূর্বে নেইমারকে দলে না রাখারকারণ হিসেবে তার চোটের কথাবলেছিলেন, যা নিয়ে নতুনকরে বিতর্ক সৃষ্টি হয়েছে।

 

নেইমারের ভিন্ন ব্যাখ্যা

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেরশেষ দুটি ম্যাচের জন্যঘোষিত ২৫ সদস্যের দলথেকে বাদ পড়েন নেইমার।কোচ আনচেলত্তি তখন বলেছিলেন যেনেইমার ছোটখাটো চোটে ভুগছেন এবংজাতীয় দলের জন্য তাকেশতভাগ ফিট অবস্থায় প্রয়োজন।

তবে ফ্লুমিনেন্সের বিপক্ষেসান্তোসের হয়ে পুরো ৯০মিনিট খেলার পর নেইমার ভিন্নকথা বলেন। তিনি জানান, তারঅ্যাডাক্টরে সামান্য ফোলা এবং অস্বস্তিথাকলেও তা খেলার জন্যগুরুতর ছিল না। তিনিবলেন, 'আমাকে বাদ দেওয়ার কারণছিল সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্কনেই। এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মানকরি।'

 

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের অবস্থান

বর্তমানে বিশ্বকাপ বাছাইয়ে ২৫ পয়েন্ট নিয়েতৃতীয় স্থানে আছে ব্রাজিল। আগামী৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বরবলিভিয়ার বিপক্ষে খেলতে নামবে তারা। নেইমার এখন দলের বাইরেথেকে তার সতীর্থদের সমর্থনকরবেন বলে জানিয়েছেন।