82°F বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

বোস্টন সেলটিকসের নতুন মালিকানা

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৮
বোস্টন সেলটিকসের নতুন মালিকানা

NBA‑র ইতিহাসে অন্যতম দামের $৬.১ বিলিয়নের চুক্তির মাধ্যমে বস্টন সেলটিকসের মালিকানা এখন বিল চিশলম এবং তার নেতৃত্বাধীন বিনিয়োগ গ্রুপের কাছে হস্তান্তরিত হয়েছে। ক্রীড়া ও ব্যবসায়িক জগতের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত এই গোষ্ঠী চ্যাম্পিয়নশিপ উত্তরাধিকার রক্ষা ও দলের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দিয়েছে।