70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

বিবিসিতে ট্রাম্প ভাষণ বিকৃতি বিতর্কে মহাপরিচালকসহ দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১০ নভে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২১
বিবিসিতে ট্রাম্প ভাষণ বিকৃতি বিতর্কে মহাপরিচালকসহ দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগে পদত্যাগ করেছেন সংস্থাটির মহাপরিচালক টিম ডেভি ও নিউজ বিভাগের প্রধান ডেবোরাহ টারনেস। সাবেক উপদেষ্টা মাইকেল প্রেসকট অভিযোগ করেন, বিবিসি বেশ কিছু সংবেদনশীল বিষয়ে—বিশেষত ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা—নিয়ে ‘গুরুতর ও ধারাবাহিক পক্ষপাতিত্বের’ প্রমাণ রেখেছে।

প্রেসকটের অভিযোগে বলা হয়, গাজা যুদ্ধ, ট্রান্সজেন্ডার অধিকার, এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কিত প্রতিবেদনে বিবিসি বারবার একতরফা দৃষ্টিভঙ্গি নিয়েছে। বিশেষ করে ২০২১ সালের ক্যাপিটল হিল হামলার পর ট্রাম্পের এক বক্তব্য তাদের ‘প্যানোরামা’ তথ্যচিত্রে এমনভাবে সম্পাদনা করে প্রচার করা হয়, যাতে মনে হয় তিনি সমর্থকদের সহিংসতায় উসকে দিচ্ছেন।

ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ প্রকাশিত এক অভ্যন্তরীণ নথিতে বলা হয়, ট্রাম্পের মূল বক্তব্যের কিছু অংশ বাদ দিয়ে নতুনভাবে যুক্ত করা হয়, যাতে এটি দাঁড়ায়—

“আমরা ক্যাপিটলের দিকে যাচ্ছি, আমি আপনাদের সঙ্গে থাকব এবং আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করব।”

এই সম্পাদিত বক্তব্যের পরই বিবিসির বিরুদ্ধে ‘ফেক নিউজ’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচার’ চালানোর অভিযোগ ওঠে।

বিবিসির মহাপরিচালক টিম ডেভি এক বিবৃতিতে বলেন,

“কিছু ভুল হয়েছে, এবং সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আমাকে এর দায় নিতে হবে।”

অন্যদিকে, নিউজ প্রধান ডেবোরাহ টারনেস বলেন,

“এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে সম্পাদকীয় মান ধরে রাখতে এটি জরুরি ছিল।”

ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সোশ্যাল মিডিয়ায় বিবিসিকে আক্রমণ করে বলেন,

“বিবিসি হলো শতভাগ ভুয়া সংবাদ প্রচারের একটি যন্ত্র।”

এই বিতর্কে বিবিসি এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাইলেও, সংস্থাটি নৈতিক মান রক্ষায় তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।