54°F বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

বদিউজ্জামান নাসিমের পোস্ট ও মন্তব্যে প্রকাশ পেল ‘ভিনগোলার্ধ’-এর নতুন কবিতা সংকলন পরিকল্পনা

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ১৬ ডিসে ২০২৫ | নিউজটি দেখেছেন: ৯৪
বদিউজ্জামান নাসিমের পোস্ট ও মন্তব্যে প্রকাশ পেল ‘ভিনগোলার্ধ’-এর নতুন কবিতা সংকলন পরিকল্পনা

বদিউজ্জামান নাসিমের পোস্ট ও মন্তব্যে প্রকাশ পেল ‘ভিনগোলার্ধ’-এর নতুন কবিতা সংকলন পরিকল্পনা


অনুসন্ধানী প্রতিবেদন | বস্টন বাংলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কবি ও লেখক বদিউজ্জামান নাসিমের একটি পোস্ট ও তার পরবর্তী বিস্তারিত মন্তব্য থেকে একটি নতুন সাহিত্যিক উদ্যোগের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে জানা যায়, তার সঙ্গে যুক্ত সংগঠন ভিনগোলার্ধ একটি নতুন কবিতা সংকলন গ্রন্থ প্রকাশের পরিকল্পনা নিয়েছে, যেখানে ফেসবুকভিত্তিক কবিতাচর্চাকে প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিজের ফেসবুক পোস্টে বদিউজ্জামান নাসিম লেখেন—
“ফেস্তুতো-ভাই। ফেস্তুতো-বোন। ফেস্তুতো-বন্ধু। . এবার একশো ‘ফেস্তুতো-কবির’ পদ্য নিয়ে ভিনগোলার্ধের গ্রন্থ: ‘ফেইসবুকেতে লুকিয়ে ছিলে’।”

এই পোস্টের মাধ্যমে তিনি একটি আসন্ন কবিতা সংকলন গ্রন্থের নাম ও মূল কাঠামোর ইঙ্গিত দেন।

পোস্টের পর দেওয়া একটি দীর্ঘ মন্তব্যে তিনি গ্রন্থটির বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। সেখানে জানানো হয়—
এই সংকলন গ্রন্থে স্থান পাবে ১০০ জন কবির মোট ২০০টি কবিতা। প্রতিটি কবির অনূর্ধ্ব ১০ লাইনের দুটি করে কবিতা প্রকাশ করা হবে। কবিরা বিবেচনার জন্যে ৪টি কবিতা পাঠাতে পারবেন, যা পূর্ব-প্রকাশিত বা অপ্রকাশিত—দুটোই হতে পারে। নির্বাচিত হলে সেই ৪টি কবিতা থেকেই ২টি কবিতা গ্রন্থে ছাপা হবে।

ঘোষণায় বলা হয়, যারা কোনো না কোনো সময় ফেসবুকে কবিতা লিখেছেন, পোস্ট করেছেন বা উদ্ধৃত হয়েছেন—তারাই এই সংকলনের জন্যে বিবেচ্য কবি।

গ্রন্থ প্রকাশনার সম্পূর্ণ ব্যয় বহন করবে ভিনগোলার্ধ। কবিদের পক্ষ থেকে কোনো অর্থ বা ফি দিতে হবে না। কেবল কবিতা জমা দিলেই হবে।

বইটি উন্নত মানের কাগজ ও প্রচ্ছদে ঢাকা, কোলকাতা অথবা উভয় শহরে ছাপা হতে পারে। যেহেতু কবিতা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আসবে, তাই কবিদের নিজ নিজ কপি নিজ উদ্যোগে সংগ্রহ করার প্রত্যাশা করা হয়েছে।

কবিতা বাছাইয়ের জন্য একটি নির্বাচন-পর্ষদ থাকবে। তারাই চূড়ান্তভাবে ঠিক করবেন কোন ১০০ জন কবির ২০০টি কবিতা গ্রন্থে স্থান পাবে। প্রতিটি কবির নির্বাচিত দুটি কবিতা একই পৃষ্ঠায় ছাপা হবে। কবিতার নিচে এক লাইনে কবির জন্মস্থান, বর্তমান বাসস্থান ও পেশা উল্লেখ থাকবে।

কবিতা গ্রহণ শুরু হবে ১ জানুয়ারি ২০২৬ থেকে এবং চলবে ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। কবিতা পাঠাতে হবে একটি নির্দিষ্ট ই-মেইল ঠিকানায়, যা পরবর্তীতে জানানো হবে।

অনুসন্ধানে আরও জানা যায়, এটি ভিনগোলার্ধের  একটি নতুন উদ্যোগ। যা সাহিত্যকে কেন্দ্র করে মানবতা, সমাজ ও পরিবেশবিষয়ক কাজকে গুরুত্ব দিতে এই সংকলন গ্রন্থটি সেই বৃহত্তর ভাবনার অংশ হিসেবেই পরিকল্পিত।