সম্মানিত কমিউনিটি,
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর বাৎসরিক পিকনিক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আপনাকে এবং আপনার পরিবারকে এই আনন্দঘন আয়োজনে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, সবাই মিলে উপভোগ করি এক প্রাণবন্ত দিন। মজাদার খাবার, গেমস, আর হাসি-আনন্দে ভরপুর একটি মিলনমেলা।
পিকনিকে বিশেষ আকর্ষণসমূহ:
• বাচ্চাদের জন্য নানা ধরনের গেমস
• র্যাফেল ড্র ও আকর্ষণীয় পুরস্কার
• সবার জন্য কমপ্লিমেন্টারি লাঞ্চ
Date: Sunday, September 14th
Time: 11:00 AM – 8:00 PM
Venue: Danehy Park
99 Sherman St, Cambridge, MA 02138
আপনাদের উপস্থিতি আমাদের জন্য পরম আনন্দের এবং উৎসাহের উৎস হবে।
ধন্যবাদান্তে ,
বেইন কারর্যকরী পরিষদ ২০২৫-২০২৬
আপনার বিজ্ঞাপন এখানে